Please Enable JavaScript in your Browser to Visit this Site.

OffersTools

নিয়ে নিন Figma Education Plan আর ফ্রিতেই ইউজ করুন Figma এর Premium Features!

ফিগমা কি? (Figma ki?)

ফিগমা একটি ডিজাইন এবং প্রটোটাইপিং টুল যেটার মধ্যমে যেকোনো UI এবং UX তৈরি করা যায়। ফিগমার ওয়েব ভার্সন এবং ডেস্কটপ দুটি থাকায় যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ডিজাইন করা সম্ভব।

Figma Education Plan নিলে যেসব Benefits পাবেনঃ

• Unlimited projects
• Unlimited version history
• Unlimited editors and viewers
• Custom file/user permissions
• Shareable team libraries
• Classroom resources

• Access to community groups

এই সবগুলো সুবিধা আপনি ২ বছরের জন্য পাবেন। ২ বছর পর আবারো এপ্লাই করলে আবারো Education Plan নিতে পারবেন। এপ্লাই প্রসেসটা অনেক Easy কোন Documents লাগেনা 😀

যেভাবে Figma Education Plan এর জন্য Apply করবেন

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

  1. প্রথমেই চলে যান এই লিংকে=> https://www.figma.com/education/apply
  2. তারপর নিচের স্ক্রিনশটের মতো ফর্মটা ফিলাপ করে নিন । আমি আমার ইনফরমেশন দিয়েছি আপনারা আপনাদেরগুলো দিবেন। আমি যেগুলো দিয়েছি ঐগুলো দিলেও হয়ে যাবে যেহেতু কোন Document দিচ্ছেন না 😄

img 63233df86207e

3. Why are you applying for a free Figma Education plan? 
অনেকেই এই জায়গার টেক্সট চাইবেন তাই আগে থেকে দিয়ে দিলাম।

Dear Sir/Madam,
I have just started UI/UX design recently and I really need Figma education Plan to get all figma benefits and utilize it to make my works better.

এটা কপি-পেস্ট করতে পারেন একটু customize করে নিবেন। আপনি যে জন্য Figma ইউজ করেন। যে কাজে আপনার Figma Pro Features লাগবে এতটুকু বললেই হবে

তারপর Submit বাটনে ক্লিক করে দিবেন

4. তো দেখতেই পারছেন সাথে সাথেই আমার একাউন্ট Figma For Education এর জন্য Approve করে দিলো
বাট ওয়েট ওয়েট কাজ এখনো শেষ হয়নাই Choose team to upgrade বাটনে ক্লিক করুন

img 63233f0f1d3ed

5. আমার আগে থেকেই Tech Help BD টিমের জন্য Team Create করা ছিলো।
আপনার করা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি Create করে নিবেন।

আমার যেহতেু করাই আছে আমি Next বাটনে ক্লিক করছি

img 63233fc8165ff

6. তারপর Just Complete Upgrade বাটনে ক্লিক করলেই আপনি Figma এর Education Plan এর বেনেফিটগুলো ইউজ করার জন্য Ready! 😎

img 6323401f76dc6

 

 

btw একটা তাজা খবর দেই 20 বিলিয়ন ডলারের বিনিময়ে Adobe কোম্পানি Figma কে কিনে নিয়েছে 😅
বুঝতেই পারছেন Adobe যখন কিনে নিয়েছে যেকোন সময় অনেককিছু প্রিমিয়াম হয়ে যেতে পারে তাই এই পোস্ট দেখে থাকলে ভুলেও ignore করবেন না Education Plan টা নিয়ে রাখুন :3

Video Tutorial

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

 

Copy Post Link:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by whitelisting our website.