Table of Contents
বিকাশে ক্যাশ আউট চার্জ মাত্র ১২.৫০ টাকা (শর্ত প্রযোজ্য)
কি মনে করছেন বিকাশ কি ক্যাশ চার্জ কমাইছে , না ।
কিন্তু আপনার যদি যেকোনো ব্যাংক এর ভিসা ডেবিট কার্ড থাকে তাহলে ১২.৫০ এ ক্যাশ আউট করতে পারবেন।
চলুন বিস্তারিত জেনে নিই,
লিমিটঃ
ট্রান্সফার পদ্ধতিঃ
প্রথমে বিকাশ অ্যাপ এ প্রবেশ করে, ট্রানফার মানিতে ক্লিক করুন ;
এখানে নতুন একটা অপশন পাবেন , কার্ড এ ক্লিক করুন;
তারপর ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করুন;
এখানে আপনার ভিসা ডেবিট কার্ডের ১৬ সংখ্যার নাম্বারটি বসান ;
এমাউন্ট ও পিন দিয়ে ট্রানফার মানি নিশ্চিত করুন;
ট্রানফার মানি করার সাথে সাথেই আপনার ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে;
এখন আপনি আপনার ব্যাংক এর এটিএম বুথ থেকে টাকা কোনো চার্জ ছাড়াই তুলতে পারবেন ।
আমি এখানে ইসলামি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করেছি।
আরট্টিকেল টি কেমন লাগলো অবশ্যই জানাবেন 🙂
Copy Post Link: