Table of Contents
স্কিটো নতুন সিমের অফার ২০২২ (বিস্তারিত)। Skitto New Sim Offer 2022.
যারা স্কিটো নতুন সিম কিনবেন অথবা কিনেছেন , তাদের জন্য আজকের এই পোস্টে স্কিটো নতুন সিমের অফার তুলে ধরা হয়েছে।
সিম কোথায় পাবেনঃ
সিম স্কিটোর ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার দিতে পারেন অথবা অনেক অফলাইন স্টোর থেকেও সরাসরি নিতে পারেন।
অনলাইনে অর্ডার দেওয়া লিঙ্ক: click here
অফলাইনে স্টোরের লিঙ্ক: click here
সিমের মুল্যঃ
সিমের মুল্য ২০০ টাকা এবং অনলাইনে অর্ডার দিলে ডেলিভারি চার্জ সহ দেওয়া লাগবে।
স্কিটো নতুন সংযোগে থাকছে ১০ টাকা মুল ব্যালান্স, ১০০ এসএমএস & ৫০০ এম্বি ডাটা মেয়াদ থাকছে ৩০ দিন।
নতুন সিমের অফার যেভাবে নিবেন :
- প্রথমে skitto app এ registration করবেন, করার পরে প্রথম তিন মাস 1.5GB – 30 days করে। মানে তিন মাসে মোট 4.5GB! (1st 30 days এর জন্য 1.5GB, then 1.5GB এর পরের 30 days এ, and finally 1.5GB তার পরের 30 days এ)
- SIM active করার 15 days এর মধ্যে forum registration করলে 1GB – 7 days (পরবর্তী মাসের 18 তারিখ)
- SIM active করার 15 days এর মধ্যে app থেকে যেকোনো amount reload করলে 1GB – 7 days (পরবর্তী মাসের 18 তারিখ)
- SIM activate করার পরের month থেকে প্রতি মাসে একবার করে 2GB – 7 days @ 19tk deal (মাসে 1 বার, ছয় মাসে মোট 12GB internet সাশ্রয়ী মূল্যে)
Promo code ব্যবহার করেও ডাটা বোনাস পাবেন- |
Promo code যেভাবে পাবেন :
প্রথমে একটি promo code নিতে হবে । Promo code নিতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://www.skitto.com/skitto-form
নাম্বার লিখে get code এ ক্লিক করুন।
ওই নাম্বারে একটি মেসেজ যাবে এবং মেসেজে একটি Promo code থাকবে।
Promo code দিয়ে যেভাবে পাবেন ডাটা নিবেন:
*স্কিটোর অফিসিয়াল ওয়েবসাইটে বলা আছে যে সিম কেনার আগে প্রমো কোড কালেক্ট করতে হবে, না হলে প্রমো কোডের বোনাস পাবেন না । তবুও আগে থেকে সিম কিনে থাকলে ট্রাই করে দেখতে পারেন