
SkillShare আসলে কি?
SkillShare হল একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম অনেকটা Udemy এর মতো। যেখানে হাজার হাজার প্রিমিয়াম কোর্স আছে যার মাধ্যমে আপনারা আপনাদের নতুন নতুন স্কিল ডেভেলপ করতে পারবেন। তবে এই কোর্সগুলি প্রিমিয়াম কোর্স তাই আপনার SkillShare এর সাবস্ক্রিপশন কেনা লাগবে কোর্সগুলো এক্সেস করতে।
কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রোমো লিংক ইউজ করে ফ্রিতেই স্কিলশেয়ার এর সাবস্ক্রিপশন নিবেন।
যেভাবে স্কিলশেয়ার প্রিমিয়াম ১ মাসের জন্য একদম ফ্রিতেই নিবেন
1. প্রথমেই এই Promo Link এ ভিজিট করুন
তারপর আপনি চাইলে Gmail, Facebook,Apple একাউন্ট দিয়ে আপনার Skillshare একাউন্ট খুলে নিতে পারেন। আবার চাইলে First Name, Last Name, Email and Password দিয়ে ম্যানুয়ালি খুলে নিতে পারেন।
আমার অলরেডি একাউন্ট খোলা আছে তাই আমি টেম্প মেইল দিয়ে আপনাদেরকে নতুন একাউন্ট খুলে দেখাচ্ছি। আপনারা আপনাদের মেইল দিয়েই খুলুন।
2. তারপর জাস্ট Active অপশনে ক্লিক করে একটিভ করে নিন আপনার Skillshare Premium Account
3. ব্যাস এবার Explore করুন স্কিলশেয়ারের প্রিমিয়াম কোর্সগুলি এবং Develop করতে থাকুন নতুন নতুন স্কিল ✌
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ