স্টিকার দিয়ে ফেসবুকে পোস্ট করবেন যেভাবে
স্টিকারসহ ফেসবুকে পোষ্ট করুন "স্টিকার স্ট্যাটাস"
স্টিকারসহ ফেসবুকে পোস্ট করার জন্য আমাদেরকে ফেসবুকের পুরনো ভার্সন ব্যাবহার করতে হবে কারণ ফেসবুকের নতুন ভার্সন থেকে ফেসবুক স্টিকারসহ পোস্ট করার ফিচারটা রিমুভ করে দিয়েছে ।
কিন্তু ফেসবুকের Old Version ডাউনলোড করার আগে আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা ফেসবুকে এপটি আনইন্সটল করে দিতে হবে কারণ যদি আগে থেকে আপনার মোবাইলে ফেসবুকের এপটি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনার ডাউনলোড করা অ্যাপটি ইনস্টল হবেনা ।
সেই সাথে অবশ্যই প্লেস্টোর থেকে অটো আপডেট অফ করে নিতে হবে তা না হয় আপনার ডাউনলোড করা ফেসবুকের ওল্ড ভার্সনটি অটোমেটিকলি নিউ ভার্সনে আপডেট হয়ে যাবে ।
Table of Contents
প্লেস্টোর থেকে অটো আপডেট অফ করবেন যেভাবে
প্রথমেই প্লেস্টোরে চলে যান এবং আপনার জিমেইলের প্রোফাইল পিকচারে ক্লিক করুন এবং তারপর Setting অপশনে ক্লিক করুন
তারপর, Network preferences > Auto-update Apps অপশনে ক্লিক করবেন
তারপর Don’t Auto Update app এটা সিলেক্ট করে Done বাটনে ক্লিক করুন
কীভাবে ফেসবুক এপ আনইনস্টল করবেন
মোবাইল থেকে সরাসরি আপনি ফেসবুক অ্যাপটিকে আনইনস্টল করার অপশন পাবেন না । নিচের স্ক্রিনশটে দেখতেই পারছেন ফেসবুক এপ আনইনস্টল করার কোন অপশন ই নাই । ডিজেবল করার অপশন দেখাচ্ছে কিন্তু ডিজেবল করলে হবেনা আমাদেরকে আনইনস্টল করতে হবে ।
Uninstall করার জন্য আপনারা জাস্ট প্লেস্টোরে গিয়ে Facebook লিখে সার্চ দিয়ে আনইনস্টল করে নিবেন । প্লেস্টোর থেকে আনইনস্টল করে নিলেই ওল্ড ভার্সনটা ডাউনলোড করতে পারবেন ।
ডাউনলোড করে নিন ফেসবুকের ওল্ড ভার্সন যেটায় স্টিকার স্ট্যাটাস ফিচার আছে
এখন আপনারা ফেসবুকের ওল্ড ভার্সনটা নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে install করে নিন ।
তো নিচের স্ক্রিনশটে দেখতেই পারছেন Feeling/Activity এর পাশেই স্টিকার অপশন চলে আসছে এখান থেকে আপনারা স্টিকার সিলেক্ট করে পোস্ট করতে পারবেন ।
কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটা দেখতে পারেনঃ
তো পোস্টের একদমই শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আপনারা এখন খুব সহজেই ফেসবুকে স্টিকারসহ পোস্ট করতে পারবেন । যদি কারো কোন সমস্যা থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
Read More:
- কম্পিউটার ল্যাপটপের সামনে শরীরের কোন ক্ষতি ছাড়াই দীর্ঘ সময় কাটানোর উপায়
-
পিসির যেকোন অ্যাপ সম্পূর্ণরূপে জাঙ্ক ফাইলসহ ডিলিট করবেন যেভাবে
- কোন প্রকার বাড়তি অ্যাপ ছাড়া মেসেঞ্জার দিয়েই বন্ধুর সাথে মোবাইল অথবা পিসির স্ক্রিন শেয়ার করুন