ভিডিও করার সময় গরম হয়ে যাচ্ছে গুগলের Pixel 5A!
রিসেন্টলি নিজেদের নতুন স্মার্টফোন পিক্সেল ৫এ রিলিজ করেছে গুগল । কিন্তু এতে নতুন সমস্যা দেখা দিয়েছে, ভিডিও করার সময় দ্রুত গরম হয়ে যাচ্ছে ফোনটি!
ডিভাইসটিতে রয়েছে Qualcomm SM7250 Snapdragon 765G 5G, 6 GB র্যাম এবং 128 GB স্টোরেজ । কিন্তু তারপরও 4K-তে ভিডিও ক্যাপচার সামলাতে পারছে না ডিভাইসটি ।
সাম্প্রতিক প্রতিবেদন বলছে, 4K রেজুলেশনে 60FPS এ ভিডিও করার সময় গুগল পিক্সেল ৫এ অত্যধিক গরম হয়ে যাচ্ছে । এ সময় স্বাভাবিক তাপমাত্রায় না ফেরা পর্যন্ত ব্যবহারকারীদেরকে ক্যামেরা বন্ধ করে দিতে “Device is too hot,Close Camera until device closes off” বলছে ডিভাইসটি ।
ভিডিও ধারণ শুরু করার মাত্র কয়েক মিনিটের মাথায় পিক্সেল ৫এ গরম হয়ে যাওয়া নিয়ে টুইটারে অভিযোগ করেছেন প্রযুক্তি পর্যালোচক ‘টেকঅডিসি’। 4k রেজুলেশন 30 FPS এবং 1080p রেজুলেশন 30 FPS এ ভিডিও ক্যাপচার করতে গেলেই সেম সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে একটি ছবিও টুইটারে পোস্ট করেছেন তিনি । নিচে তা Embed করে দেয়া হলো ।
Yup. Tested it myself on my Pixel 5a, 70 degrees inside in the A/C and on 4K @ 60 FPS it just takes a matter of minutes to overheat. This is terrible… pic.twitter.com/Pde8GcL6KU
— TechOdyssey | #TechRejects (@AdamJMatlock) August 18, 2021
এই একই ধরনের সমস্যা গুগলের পিক্সেল ৫ ফোনেও ছিলো বলে উঠে এসেছে Android Police এর রিপোর্টে । এখন পর্যন্ত গুগল এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং সমস্যার বিষয়ে মুখ খোলেনি ।
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★দেশ ও ডিভাইসের ভিত্তিতে প্লে স্টোরের অ্যাপ রেটিং আলাদাভাবে শো করাবে গুগল