Whatsapp এ প্রায় সবার মিস করা একটা ফিচার হলো মেসেজ রিয়েক্ট
Whatsapp এ আমার সবচেয়ে বেশি মিস করা ফিচারটা হলো “মেসেজ রিয়েক্ট”। ফাইনালি Whatsapp এবার আসতে চলেছে মেসেঞ্জারের মতো রিয়েকশন সিস্টেম। এবার মেসেঞ্জারের মতো Whatsapp এও মজা হবে 😁
কবে আসছে Whatsapp মেসেজ রিয়েক্ট ফিচার?
এই ফিচারটি এখনো ডেভেলপমেন্টের পর্যায়ে আছে বলে জানিয়েছে Whatsapp এর বেটা ভার্সনের সর্বপ্রথম খবরদাতা WABetainfo । Whatsapp তাদেরকে সবার প্রথমে নতুন ফিচার সম্পর্কে জানায়।
তো, Whatsapp এর নেক্সট কোন বেটা আপডেটে আপনারা এই ফিচারটি পেতে যাচ্ছেন। নিচের ছবিটি WAbetainfo থেকে কালেক্ট করা। নিচের ছবিটির লেখা + Update Now বাটন দেখে বুঝতেই পারছেন
“You received a reaction. Update your whatsapp version of Whatsapp to see reactions.
মানে অলরেডি Whatsapp এর রিয়েক্ট নিয়ে টেস্ট শুরু করেছে Whatsapp Team AKA মার্ক কাকুর টিম। কারণ Whatsapp আর মেসেঞ্জার দুইটাই এখন মার্ক জুকারবার্গের।
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
- ইউটিউবে ভিডিও ভাইরাল করার উপায়
- যেভাবে স্টিকার দিয়ে ফেসবুকে পোস্ট করবেন
- গুগল ইউটিউবকে না কিনে ইউটিউবের মত সাইট তৈরী করেনি কেন?