NordVpn প্রিমিয়াম একদম ফ্রিতেই ইউজ করবেন যেভাবে(Only For Android Users🔥)
NordVpn Premium Giveaway!
Table of Contents
NordVpn কি?
NordVpn ওয়ার্ল্ড এর বেস্ট কয়েকটা প্রিমিয়াম ভিপিএন এর মধ্যে একটা। যেটা ২০১৯ সালে বেস্ট ভিপিএনের Award পেয়েছিলো।
যেহেতু প্রিমিয়াম জিনিস টাকা-পয়সা খরচ করে সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ফ্রিতেই ইউজ করবেন 🙂
যেভাবে NordVpn প্রিমিয়াম একদম ফ্রিতেই আপনার মোবাইলে ইউজ করবেন
NordVpn ফ্রিতে মোবাইলে ইউজ করার জন্য আমাদের যা যা লাগবে Nordvpn এর Old App আর Nord Vpn প্রিমিয়াম একাউন্টস । আর প্লেস্টোর থেকে Auto Update অফ করে নিতে হবে কারণ অটো আপডেট অফ না থাকলে NordVpn এর old ভার্সন আপডেট হয়ে যাবে।
নতুন এপে Authentication Bypass করা যায়না, বাট পুরানা এপ ইউজ করলে আর এসব ঝামেলা হয়না।
Nord Vpn এর প্রিমিয়াম একাউন্টস
Nord Vpn এর Premium Accounts এখানে দিলে পোস্টের বারোটা বেজে যাবে কারণ অনেক বড় লিস্ট আর রেগুলার আপডেট করতে হয়। এজন্য আমি আলাদা পেইজে অনেকগুলো একাউন্ট দিয়ে দিয়েছি এবং ঐগুলো আমি রেগুলার আপডেট করার ট্রাই করবো।
নিচের Get NordVpn Premium Accounts বাটনটাতে ক্লিক করে আপনারা প্রিমিয়াম একাউন্টের পেইজে চলে যান এবং একাউন্টগুলো কালেক্ট করে নিন
তবে আপনাদেরও সাহায্য লাগবে আমার, কোন কোন একাউন্ট কাজ করে না সেটা একটু টেলিগ্রাম বা অন্য কোন মাধ্যমে আমাকে জানালে রিমুভ করে আপডেট করবো।
প্লেস্টোর থেকে এপের অটো আপডেট অফ করবেন যেভাবে
NordVpn এর Old Version ডাউনলোড করার আগে অবশ্যই আমাদেরকে Playstore এর অটো আপডেট অফ করে দিতে হবে। তা না হয় ওল্ড ভার্সন ডাউনলোড করেও লাভ হবেনা, এপ অটো আপডেট হয়ে যাবে।
প্রথমেই প্লেস্টোরে চলে যান এবং আপনার জিমেইলের প্রোফাইল পিকচারে ক্লিক করুন এবং তারপর Setting অপশনে ক্লিক করুন
তারপর, Network preferences > Auto-update Apps অপশনে ক্লিক করবেন
তারপর Don’t Auto Update app এটা সিলেক্ট করে Done বাটনে ক্লিক করুন
ডাউনলোড করে নিন Nord Vpn এর Old Version
আপনাদের জন্য NordVpn এর পুরানা ভার্সন আমি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি জাস্ট নিচের Download বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন। Nord Vpn এর নতুন ভার্সনে এখন Authentication প্রবলেম হয়, এজন্য Authentication বাইপাস করার জন্য পুরনো ভার্সন ইউজ করতে হবে
[বিঃ দ্রঃ] অবশ্যই আপনাদেরকে আমার দেয়া NordVpn Old এপটা ডাউনলোড করতে হবে। প্লেস্টোর অন্য কোথাও থেকে ডাউনলোড করলে কাজ করবে না।
আর যদি আগে থেকে NordVpn ডাউনলোড করা থাকে সেটা Uninstall করে তারপর এটা ডাউনলোড করবেন
[বিঃ দ্রঃ] একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন না, যদিও আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে আপনি উপরে ক্রস (x) বাটনে ক্লিক করে skip করবেন। আর এপ তো ভুলেও আপডেট দিবেন না 😑
এপ আপডেট দিলেই বাঁশ খাবেন, কোন একাউন্ট কাজ করবে না।
NordVpn Server Connection সমস্যার সমাধান
অনেকসময় দেখা যায় NordVpn কোন সার্ভারেই কানেক্ট হয়না বা কানেক্ট হতে অনেক টাইম নেয়। এটা হয় যখন এক একাউন্ট একসাথে অনেকে ইউজ করেন।
সেক্ষেত্রে, আপনারা প্রথমে আপনার NordVpn এর সেটিং এ চলে যাবেন এবং একাউন্ট থেকে লগ আউট করে নিবেন
তারপর আমার দেয়া অন্য যেকোন একটা NordVpn একাউন্ট দিয়ে লগিন করবেন দেখবেন যেকোন সার্ভারেই কানেক্ট হয়ে যাবে 😘
ভুলেও ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাবেন না
মার্ক কাকু এখন অনেক সচেতন ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকলেই আইডি লক করে দেয় তাই NordVpn অন থাকা অবস্থায় ফেসবুক চালাবেন না, প্রয়োজনে Disconnect করে চালাবেন আবার পরে কানেক্ট করে নিবেন।
তবে, অনেকসময় ফেসবুকের অনেক কাজের জন্য (Single Name করতে, আরো হ্যানত্যান কাজ করতে) ভিপিএন লাগে । ঐটা আলাদা হিসাব।
যদি আপনার ভিপিএন ইউজ করা লাগে তখন করতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে রিস্কের দরকার নাই।
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
-
[Giveaway] নিয়ে নিন আজীবনের জন্য ক্যানভা প্রিমিয়াম (Edu) ফ্রিতেই!
-
কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল
পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি এখনো কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা নিচ থেকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যোগাযোগ করতে পারেন