Please Enable JavaScript in your Browser to Visit this Site.

Apps ReviewLifeStyle

নিয়ে নিন FootStep কাউন্ট করার জন্য সেরা অফলাইন অ্যাপ!

Best FootStep Counter App

বেস্ট অফলাইন স্টেপ কাউন্টার এপ

আজকে আমি আপনাদের সাথে ফিটনেস রিলেটেড একটা এপ শেয়ার করতে যাচ্ছি, যারা সকালে অথবা বিকালে হাটাহাটি করেন আপনারা চাইলে Step Counter এপের মাধ্যমে কয়টা ফুটস্টেপ দিলেন বা কতটুকু হাটলেন তা চেক করতে পারবেন এই এপ দিয়ে তাও কোন প্রকার internet কানেকশন ছাড়াই!

আর সত্যি বলতে স্টেপগুলো কাউন্ট হলে মজা লাগে। আর প্রতিদিন একটা Mission এর মতো 6000 footstep Complete করতে ভালোই লাগে। এই অ্যাপটা ইউজ করার পর থেকে হাটাহাটি বেড়ে গেছে। সকালে হাটতে না পারলে বিকালে হাটি।

img 613aa86a298c2

এই অ্যাপটা অফলাইনে কিভাবে কাজ করে?

অনেকের কাছেই বিষয়টা অবাক লাগতে পারে, যেখানে Google Fit এর মতো এপ আমাদের map এর মাধ্যমে Track করে তারপর কতটুকু হাটলাম সেটা জানায় সেখানে এই এপ অফলাইনেই কিভাবে এগুলো জানায়?

আসলে এই এপটা আমাদের মুভমেন্ট/মোবাইলের shake এর উপর step কাউন্ট করে আর সেটা থেকেই কত Mile হাটলাম, কতটুকু Calories Burn হলো সেটা নির্ণয় করে থাকে।

এই অ্যাপ থেকে বের হয়ে গেলে কি কাউন্ট করবে?

এই অ্যাপে একবার ঢুকলেই এপটা ব্যাকগ্রাউন্ডে রান হয় তাই আপনি যদি এপ থেকে বেরও হয়ে যান তাহলেও আপনার Step গুলো কাউন্ট করবে। আর মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেলেও Notification Bar থেকে দেখতে পারবেন কতটুকু হাটছেন

img 613aaba289418

হাটা শেষে এপটা যেভাবে Close করবেন

হাটা শেষেও যদি এপটা Background এ চলতে থাকে তখন অনেকেরই বিরক্তিকর লাগতে পারে।

হাটা শেষে আপনারা এপের ভিতরে গিয়ে নিচে মার্ক করা Pause বাটনে ক্লিক করেই এপটা Close করে দিতে পারবেন

img 613aacc44d4c4

Step Counter অ্যাপটা যেভাবে ডাউনলোড করবেন

নিচের Download বাটনে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিন

Download Step Counter App



এ বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি চাইলে দেখতে পারেন 😅

পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি এখনো কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা নিচ থেকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যোগাযোগ করতে পারেন

 

Copy Post Link:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by whitelisting our website.