ইউটিউবারদের জন্য কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিস্ট | Copyright Free Islamic Background Music List For Youtubers
ইউটিউবে সব ধরনের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলেও ইসলামিক ভিডিও জন্য কেউ মিউজিক প্রোভাইড করেনা আর এজন্যই শুরুতে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটররা ভালো কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক পান না আর যেগুলো পান সেগুলো ইসলামিক ভিডিওর সাথে যায় না ।
এজন্যই আমি এই পোস্টটা রেগুলার আপডেট করবো এবং কপিরাইট ফ্রি ইসলামিক মিউজিক, নাসিদ প্রোভাইড করবো এগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যাবহার করতে পারবেন কোন প্রকার কপিরাইট ইস্যু ছাড়াই ।
1.Make Me Strong by Sami Yusuf
বাংলাদেশের বড় বড় ইসলামিক ইউটিউব চ্যানেলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যাবহার করা হয় । আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বললে ভুল হবে কারণ এটা একটা ইসলামিক নাসিদ (Nasheed) মানে শুধুমাত্র ভয়েস দিয়ে করা । তাই এই মিউজিক ব্যাবহার করলে গুনাহ হবেনা বা আপনার ইসলামিক ভিডিওর মান নস্ট হবেনা । নিচে ভিডিওটা Embed করে দেয়া হয়েছে আগে শুনে দেখুন কেমন লাগে ।
নাসিদটা পছন্দ হলে এখানে ক্লিক করে ইউটিউব থেকে ডাউনলোড করে নিন
শুধুমাত্র ইউটিউবের জন্য না আমি এমনিতেও এটা শুনি, শুনতে ভালো লাগে । আত্মশুদ্ধির কথা মাথায় আসে ।
তো যাই হোক, আমি কিছু দিন পর পর এখানে আরো কিছু কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে দিবো ।
ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন । টেক হেল্প বিডির সাথেই থাকুন ।