Please Enable JavaScript in your Browser to Visit this Site.

Android TipsApps ReviewUncategorized

মোবাইলের যেকোন অ্যাপ সম্পূর্ণরূপে জাঙ্ক ফাইলসহ ডিলিট করবেন যেভাবে

মোবাইলের জন্য বেস্ট সফটওয়্যার আনইন্সটলার অ্যাপ

আজকের এই পোস্ট দেখার পর অনেকেরই হয়তো মনে হতে পারে আরে ভাই মোবাইলের অ্যাপ তো নরমালি চাইলেই আনইন্সটল করা যায় । এটার জন্যও আবার পোস্ট লিখতে হয় নাকি? 😂

– পুরো পোস্টটা পড়লে আশাকরি বুঝতে পারবেন 😊

কেন রিভো আনইনস্টলার ব্যাবহার করবেন?

অনেক সময় আমাদের মোবাইলে এমন সব অ্যাপ ডাউনলোড হয়ে যায় যেগুলোতে ভাইরাস থাকে এবং এই অ্যাপগুলো মোবাইলে লুকিয়ে থাকে । অনেক সময় এই অ্যাপগুলো আনইন্সটল ও করা যায়না । সেক্ষেত্রে আপনারা Revo Uninstaller দিয়ে খুব সহজেই অ্যাপটা আনইন্সটল করতে পারবেন । এটা মোবাইলের জন্য বেস্ট সফটওয়্যার আনইন্সটলার এপ

আবার, আমাদের মোবাইল থেকে একটা অ্যাপ আনইন্সটল করার পরও দেখা যায় ঐটার অনেক জাঙ্ক ফাইল আমাদের মোবাইলেই থেকে যায় । যেগুলো আর কখনো আমাদের কোন কাজে আসবে না । কিন্তু আপনি যখন Revo Uninstaller দিয়ে একটা অ্যাপ আনইন্সল করবেন তখন চাইলে ঐ অ্যাপের সকল জাঙ্ক ফাইলগুলোও ডিলিট করে নিতে পারবেন । এতে আপনার মোবাইলের স্টোরেজ অনেকটাই বাঁচবে ।

কিভাবে মোবাইলে রিভো আনইনস্টলার ডাউনলোড করবেন?

রিভো আনইনস্টলারের মোবাইল ভার্সনও আছে । এটা আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন ।

প্লেস্টোর থেকে ডাউনলোড করতে [এখানে ক্লিক করুন]

মোবাইলে যেভাবে রিভো আনইনস্টলার ব্যাবহার করবেন

এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিভো আনইনস্টলার দিয়ে অ্যাপ লিস্ট বের করবেন, অ্যাপ ডিলিট করবেন, যদি কোন অ্যাপ খুঁজে না পান তাহলে কি করবেন ইত্যাদি ইত্যাদি…

 

মোবাইলে থাকা সব অ্যাপের লিস্ট বের করবেন যেভাবে

রিভো আনইনস্টলার অ্যাপে প্রবেশ করলেই প্রথমেই আপনারা সকল অ্যাপের লিস্ট পেয়ে যাবেন ALL অপশনে ক্লিক করে

তাছাড়া এখানে আপনারা আরো কিছু অপশনের মাধ্যমে নির্দিষ্ট ক্যাটেগরির এপগুলো সহজেই খুঁজে বের করতে পারবেন

আপনি যে অ্যাপটাকে খুঁজছেন ঐটার নাম/কম্পানির নাম লিখে সার্চও করতে পারবেন

img 60fedf06397f4

 

এই এপটির আরো বিশেষ কিছু ফিচার

 

img 60ff8b5ba3ad5

User Apps

এই অপশনটার মাধ্যমে আপনি আপনার ডাউনলোড করা সকল এপগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা প্লেস্টোর অথবা অন্য কোন থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করে ইন্সটল করেছিলেন ।

System Apps

এখানে আপনার মোবাইলের বিল্ট ইন সকল এপের লিস্ট পেয়ে যাবেন । এগুলো মোবাইলের সিস্টেম এপস ।

আমি সাজেস্ট করবো এসব এপের কোন সেটিং চেঞ্জ না করার জন্য কারণ এতে করে আপনার মোবাইলে সমস্যা দেখা দিতে পারে ।

Uninstalled Apps

একটু পরেই আমি আপনারদের দেখাবো যে কিভাবে আপনারা রিভো আনইন্সটলার দিয়ে যেকোন এপ আনইন্সটল করবেন এবং সেই সাথে আনইন্সটল করার পর অপ্রয়োজনীয় ফাইল/ফোল্ডারগুলোও ডিলিট করবেন ।

কিন্তু অনেক সময় দেখা যায় যে এপ আনইন্সটল করার পর ঐ এপ আবার আমাদের কাজে লাগে সেক্ষেত্রে অনেক সময় আমরা এপের নাম ভুলে যাই, তখন দেখা যায় অনেক খুঁজাখুঁজি করে পাওয়া যায় আবার অনেক সময় পাই ও না ।

কিন্তু রিভো আনইন্সটলার দিয়ে আনইন্সটল করলে আপনারা Uninstalled Apps এ গেলেই সব এপের লিস্ট পেয়ে যাবেন ।

img 60fff983024a9

Top Apps

এখানে আপনারা বড় সাইজের এপের লিস্ট পেয়ে যাবেন, বড় থেকে ছোট এর দিকে যাবে

আবার বিভিন্ন কম্পানি অনুযায়ি আলাদা আলাদাভাবে দেখতে পারবেন যেমন ফেসবুকে ক্লিক করলে শুধু ফেসবুকের এপগুলো দেখাবে, গুগলে ক্লিক করলে গুগলের অ্যাপগুলি

img 610019ff93f34

Night Mode

এই এপে নাইট মুডের ফিচার আছে । তো যারা নাইট মুড ভালোবাসেন তারা ইউজ করতে পারবেন ।

যেভাবে রিভো আনইন্সটলার দিয়ে এপ আনইন্সটল করবেন

আনইন্সটল করার জন্য প্রথমেই চলে যান রিভো আনইন্সটলারের হোম পেইজে তারপর স্ক্রিনশটে দেখানো অপশন গুলোতে ক্লিক করুন তাহলেই আনইন্সটল করার অপশন আসবে এবং আনইন্সটল করতে পারবেন

img 61001da65525d

এপ ডিলেট করার পর অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করার উপায়

তো এবার আসি কিভাবে আপনারা আনইন্সটল করার পর জাঙ্ক ফাইল গুলো ডিলিট করবেন ।

রিভো আনইন্সটলার দিয়ে এপ আনইন্সটল করার পর কিন্তু অটোমেটিকভাবে নিচের অপশনটি চলে আসবে । তো আবারো, আমার দেখানো স্ক্রিনশট অনুযায়ী আপনারা জাঙ্ক ফাইলগুলো ক্লিন করতে পারবেন ।
প্রথমে ডিলিট আইকনে ক্লিক করবেন তাহলে সবগুলো জাঙ্ক ফাইল এবং ফোল্ডার সিলেক্ট হবে তারপর “Delete Lefovers” এই অপশনে ক্লিক করে সবগুলো জাঙ্ক ফাইল ক্লিন হয়ে যাবে । 

এইগুলো ক্লিন না করলে আপনার মোবাইলের স্টোরেজে এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো

img 61001fb90fee8

যদি কারো বুঝতে অসুবিধা হয় নিচের ভিডিওটি দেখতে পারেনঃ

 

 

Read More:

পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি এখনো কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন

Copy Post Link:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by whitelisting our website.