ফেসবুকে লগিন কোড আসেনা? নিয়ে নিন ৫ টি সমাধান
ফেসবুকে কোড আসে না কেন? ফেসবুক লগিন কোড না আসলে করণীয় কি
আমি জানি আপনাদের ফেসবুকে লগিন কোড আসছে না । আপনি যখন কোডের জন্য রিকোয়েস্ট করছেন তখন হয়তো “We limit the numbers of time that you can request security code” এরকম মেসেজ আসছে
“We limit the number of times that you can request security codes in a given amount of time. We have this limit to protect your security. For help with accessing your account, learn more, or try again later.”
এটা আসলে কোড লিমিটের কারণে হয়েছে । তো চিন্তার কোন কারন নেই আজকে আমি আপনাদের সাথে এই সমস্যাটার সমাধান শেয়ার করতে যাচ্ছি এবং ফেসবুক লগিন কোড না আসলে আপনার যা যা করণীয় তার সব এই একটা পোস্টেই পেয়ে যাবেন ।
আজকে আমি আপনাদের সাথে ফেসবুকে লগিন এপ্রুভাল কোড এবং কোড লিমিট সমস্যার ৫ টা সমাধান শেয়ার করতে যাচ্ছি এগুলার মধ্যে একটা না একটা আপনার কাজে আসবেই ।
Table of Contents
প্রথম সমাধানঃ ফেসবুক আইডি কোথাও লগিন করা থাকলে যেভাবে কোড ছাড়াই লগিন করবেন
আপনার ফেসবুক আইডিটি যদি কোথাও লগিন করা থাকে তাহলে খুব সহজেই আপনি টু ফেক্টর অথেনটিকেশন বাইপাস করতে পারবেন । এটা হতে আপনার মেসেঞ্জারে, অন্য মোবাইলে, ফ্রেন্ডের মোবাইলে ।
আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে, আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য আমরা ভিডমেট,ভিডিওডার এর মতো এপগুলোতে ফেসবুক আইডি দিয়ে লগিন করে থাকি । সেক্ষেত্রেও আপনি ঐখান থেকে ফেসবুক সেটিংসে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অফ করে দিতে পারবেন । তাহলেই কোন প্রকার কোড ছাড়াই আপনি লগিন করতে পারবেন ।
কিভাবে ফেসবুক আইডির টু স্টেপ ভেরিফিকেশন অফ করবেন?
আমি আপনাদেরকে ফেসবুক লাইট থেকে অফ করে দেখাচ্ছি আপনারা সেমভাবে যেকোন এপ, ব্রাউজার অথবা মেসেঞ্জার এপ থেকে অফ করতে পারবেন । আপনারা জাস্ট আমার দেখানো স্ক্রিনশটগুলো ফলো করুন ।
প্রথমে ছবিতে দেখানো ফেসবুক লাইটের মেন্যুতে ক্লিক করবেন
তারপর, একটু নিচে সেটিং অপশন পাবেন ঐটায় ক্লিক করুন
তারপর একটু নিচে Settings and login অপশন পাবেন ঐটায় ক্লিক করুন
তারপর আরেকটু নিচে গেলে আপনি Use two-factor authentication অপশনটি পেয়ে যাবেন ঐটায় ক্লিক করলে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে তো আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর এটা অফ করার অপশন পেয়ে যাবেন ।
তো এভাবে আপনারা টু ফেক্টর অফ করে দিতে পারেন এতে করে আপনি অন্য কোথাও লগিন করার সময় আর কোড চাইবে না ।
যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটা দেখতে পারেন ।
দ্বিতীয় সমাধানঃ ফেসবুকে কোড লিমিট যেভাবে ঠিক করবেন
টু ফেক্টরের জন্য অথবা অন্য কোন কারণে যখন আমাদের কোড আসেনা তখন বারবার ট্রাই করার জন্য আমাদের কোড লিমিট হয়ে যায় । সেক্ষেত্রে এই কোড লিমিট সমস্যার সমাধান করতে আপনাকে একটা ফর্ম ফিলাপ করে মিনিমাম ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে এই কোড লিমিট ঠিক হওয়ার জন্য ।
কিভাবে কোড লিমিটের জন্য ফর্ম ফিলাপ করবেন?
প্রথমেই [এখানে ক্লিক করুন]
তারপর, আপনারা নিচের ছবিটির মতো একটা ফর্ম পাবেন ।
⪧ এখানে আপনাদেরকে প্রথমে Mobile carrier এ আপনার সিম কম্পানির নাম দিতে হবে
⪧ তারপর ফোন নাম্বার অপশনে আপনাকে আপনার Two Factor যে নাম্বার দিয়ে অন করা অথবা যে নাম্বারে কোড আসেনা ঐ নাম্বার দিতে হবে
⪧ তারপর Country তে আপনার দেশের নাম লিখবেন
⪧ এরর মেসেজে “you have reached your code limit” এটা সিলেক্ট করে দিবেন
⪧ Additional info তে আপনাদেরকে নিচের যেকোন একটা টেক্সট দিতে হবে ।
⪧ যদি আপনার টু ফেক্টর অথেনটিকেশন প্রবলেম হয়ে থাকে তাহলে নিচের লেখাটা কপি পেস্ট করে দিবেনঃ
I can’t log in to my Facebook account because of not getting my logging approval code. Please send me the login approval code
⪧ যদি আপনার পাসওয়ার্ড রিসেট করার পরও কোড না আসার প্রবলেম হয়ে থাকে তাহলে এই লেখাটা কপি পেস্ট করে দিবেনঃ
When I am trying to reset my password there is no code coming in my mobile no. So, please send me the code.
তারপর সেন্ড বাটনে ক্লিক করলে আপনাকে ফেসবুকের হেল্প সেন্টারে নিয়ে যাবে আপনি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক আসবেন ।
[বিঃ দ্রঃ] ফর্ম ফিলাপ করার পর মিনিমাম ২৪ ঘন্টা আর কোড রিসিট করবেন না । কারণ বুঝার চেস্টা করুন আপনার কোড লিমিট হয়ে গেছে এখন বার বার ট্রাই করতে থাকলে কোড লিমিট প্রবলেম ফিক্স হবেনা । তাই ফর্ম ফিলাপের পর মিনিমাম ২৪ ঘন্টা অপেক্ষা করে পুনরায় ট্রাই করুন । ততক্ষণে ফেসবুক টিম আপনার এপ্লিকেশনটি রিভিউ করবে ।
যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওর অংশটুকু দেখুন ।
তৃতীয় সমাধানঃ টু ফেক্টর বাইপাস করার সবচেয়ে সহজ উপায়
এখন আমি আপনাদের সাথে যে ট্রিকটি শেয়ার করবো সেটি সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় । আমাদের গ্রুপের প্রায় ৯০% মেম্বারের এই ট্রিক দিয়ে টু ফেক্টর সমস্যার সমাধান হয়েছিল ।
আপনার ফেসবুক আইডি যদি কোথাও লগইন করা না থাকে তাহলে এটাই একমাত্র ফেসবুকের টু ফেক্টর বাইপাস করার উপায় । তো ট্রিকটা এখন আমি বলছি…
আপনার যে ফেসবুক আইডিতে লগিন এপ্রুভাল কোড আসছে না ঐ আইডির টু ফেক্টর অথেনটিকেশন যে নাম্বার দিয়ে অন করেছিলেন ঐটা দিয়ে আপনাকে নতুন একটা ফেসবুক একাউন্ট খুলতে হবে ।
নতুন একাউন্ট খোলার পর ফেসবুক থেকে এরকম একটা মেইল আপনাকে করবে
এখানে তারা বলবে যে টু ফেক্টরের নাম্বার দিয়ে একটা নতুন আইডি রেজিস্টার করায় আমরা আপনার ফেসবুক আইডির টু ফেক্টর রিমুভ করে দিচ্ছি । আর আমরা চাই ও যাতে এটা রিমুভ হয়ে যায়। তো, তারপর আপনার কোন প্রকার কোড ছাড়াই আইডিতে লগিন করতে পারবেন ।
[বিঃ দ্রঃ] আপনার নতুন একাউন্টের password আর পুরনো একাউন্টের password সেইম দিবেন না, কারণ সেম পাসওয়ার্ড দিলে লগিন করতে সমস্যা হতে পারে, তাই নতুন একাউন্টে আলাদা password দিবেন।
যদি আপনার বুঝতে অসুবিধা হয় নিচের ভিডিও দেখে নিতে পারেন ।
চতুর্থ সমাধানঃ একসাথে অনেকগুলো সমাধান
এখন আমি আপনাদের সাথে ছোট ছোট কয়েকটা সমাধান শেয়ার করবো এগুলোর কারণে দেখা যায় অনেকের কোড আসেনা তাই আপনারা এই ভুলগুলো করবেন না ।
ফ্লাইট মুড অন করা থাকলে অফ করুন
আপনার মোবাইলে যদি ফ্লাইট মুড অন করা থাকে তাহলে শুধু ফেসবুক না যেকোন জায়গা থেকেই কল,মেসেজ কিছুই আসবে না আপনার মোবাইলে ।
তাই যদি ফ্লাইট মুড অন থাকে অফ করে ফেলুন এবং ট্রাই করুন ।
মোবাইলের ডিফল্ট মেসেজ এপটি সেটাপ করা না থাকলে সেটাপ করুন
অনেক সময় দেখা যায় কোন প্রয়োজনে আমরা মোবাইল রিসেট সেক্ষেত্রে আমাদের সব এপ কিন্তু অটোমেটিকভাবে সেটাপ হয়না ।আপনার মোবাইলের যে ডিফল্ট মেসেজ এপটি আছে সেটি যদি সেটাপ না হয়ে থাকে । তাহলে এপের ভেতরে প্রবেশ করলে নিচের স্ক্রিনশটের মতো দেখাবে । এখানে আপনাকে জাস্ট অকে বাটনে প্রেস করে সেটাপ করে নিতে হবে ।
সিম একটিভ করা না থাকলে একটিভ করুন
আমরা যারা ওয়াইফাই ইউজার অথবা যাদের অনেক গুলো সিম থাকে তাদের অনেক সিম ডিএকটিভ পরে থাকে অনেকদিন ধরে টাকা না রিচার্জ করার জন্য । সেক্ষেত্রে আপনাকে আপনার সিমে টাকা রিচার্জ করে সিম একটিভ করে নিতে হবে । সিম একটিভ না থাকার কারণেও অনেকসময় ফেসবুকে লগিন কোড না আসতে পারে ।
আরো পড়ুনঃ
- মেসেঞ্জারে মেসেজ আসে না কেন । মেসেঞ্জারে মেসেজ না আসার সমস্যার সমাধান
- ইউটিউবে ভিডিও ভাইরাল করার উপায়
-
ফেসবুকে স্টিকার দিয়ে পোস্ট করার উপায় | স্টিকারসহ ফেসবুকে স্ট্যাটাস দিন
পঞ্চম সমাধানঃ শেষ সমাধান
আসলে এটা কোন সমাধান না, আপনি যদি উপরে বলা কোন সমাধান বুঝতে না পারেন অথবা ঠিকভাবে এপ্লাই না করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারেন । আমরা ট্রাই করবো আপনাকে হেল্প করার জন্য ।
When i amn trying to reset my password there is no code coming in my Mobile no.so please sent me the code🥺🥺
You will need to fillup the form of Facebook with this text
Good post
Thank you brother 🖤😊
When I am trying to reset my password thare is no code coming in my mobie no.so,
Please shand me code
When I am trying to reset my password there is no code coming in my mobile no.so. please send me the code
When I am trying to reset my password there is no code coming in my mobile no.so. please send me the code
I hope your problem will be solved 🙂
I can’t log in to may Facebook account because of not getting my logging approval code . please send me the logging approval code 🥺