ফেসবুকের ভিডিওতে ইউটিউবের মতো থাম্বনেইল দিন মোবাইল থেকেই!
ফেসবুক পেইজের ভিডিওতে থাম্বনেইল দেয়ার উপায়
ফেসবুকের ভিডিওতে আকর্ষণীয় থাম্বনেইল দেয়ার মাধ্যমে অনেক অনেক ভিউয়ারকে ক্যাচ করা সম্ভব ।
নিচের ছবিটা দেখুন, ঐখানে ভিডিওটার উপরে যে থাম্বনেইলটা আছে ঐটা কিন্তু ভিডিওতে কোথাও আপনি দেখতে পারবেন না । তবে অনেক গেমাররাই তাদের ফেসবুক ভিডিওতে এরকম আজব আজব থাম্বনেইল দিয়ে দেয় যাতে মানুষ তাদের ভিডিওতে ক্লিক করে তাদের ভিডিওটা দেখে ।
আর সত্যি বলতে আমি ফেসবুকে যখন স্ক্রল করছিলাম তখন নিচের ভিডিওটা আমার সামনে চলে আসে । আমি সাধারনত অপ্রয়োজনীয় ভিডিও দেখে টাইম ওয়েস্ট করিনা কিন্তু ঐ যে একটা আকর্ষনীয় থাম্বনেইল দিলো এজন্য আমি ক্লিক করেছিলাম ।
আর যেহেতু উনার ভিডিও কোয়ালিটি ভালো ছিলো আর আমি দেখে মজা পাচ্ছিলাম তাই অনেকক্ষণ দেখেছিলাম ।
তো যাই হোক, বুঝতেই পারলেন এই একটা থাম্বনেইলের কারণে আমি ভিডিওটা দেখলাম যদিও ভিডিওতে এমন কিছু ছিলোনা নরমাল পাবজি গেইম প্লে ছিলো ।
আপনারাও চাইলে এভাবে আকর্ষণীয় থাম্বনেইল দিয়ে আপনাদের ভিউয়ারকে ক্যাচ করতে পারবেন । তবে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড থাম্বনেইল দিবেন ।
Table of Contents
মোবাইল থেকে ফেসবুকে ভিডিওতে থাম্বনেইল দিবেন কিভাবে ?
– কম্পিউটার থেকে তো থাম্বনেইল দেয়া খুবই সহজ যখন ভিডিও আপলোড করবেন তখনই থাম্বনেইলও দিতে পারবেন । কিন্তু মোবাইলে সাথে সাথে দিতে পারবেন না । মোবাইল থেকে থাম্বনেইল দেয়ার জন্য আপনাকে Creator Studio এপটা ব্যাবহার করতে হবে । এটা ফেসবুক টিমেরই বানানো একটা এপ ।
Creator Studio এপ দিয়ে থাম্বনেইল দেয়ার নিয়ম আমি একটু পরই দেখাবো তার আগে থাম্বনেইল কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি
মোবাইল থেকে ফেসবুকের ভিডিওর জন্য থাম্বনেইল বানানোর নিয়ম
কম্পিউটার থেকে আমি Canva দিয়ে থাম্বনেইল বানাই তবে মোবাইল থেকে থাম্বনেইল বানানোর জন্য আমি Pixellab এপটা ইউজ করি । আবার অনেকে Picsart ও ব্যাবহার করে ।
মোট কথা, আপনি যে সফটওয়্যারে ভালো এডিট করতে পারেন ঐটাই ইউজ করুন । জাস্ট ফেসবুকের থাম্বনেইল সাইজটা ঠিক রেখে বানাবেন ।
ফেসবুকের থাম্বনেইল সাইজ কত ?
ফেসবুকের থাম্বনেইল সাইজ 1280 x 720 পিক্সেল । যারা ইউটিউবিং করেন বুঝতেই পারছেন ফেসবুকের থাম্বনেইল সাইজ ইউটিউবের মতোই সেইম । তো আপনি যদি ইউটিউবের জন্য থাম্বনেইল বানান সেটাই আবার ফেসবুকে ব্যাবহার করতে পারবেন ।
তো থাম্বনেইল বানানো শেষ? চলুন আমি আপনাকে দেখাই কিভাবে ক্রিয়েটর স্টুডিও এপ থেকে থাম্বনেইল দিবেন ।
Creator Studio এপ থেকে ফেসবুক ভিডিওতে থাম্বনেইল দেয়ার নিয়ম
প্রথমে প্লেস্টোর থেকে আপনাদেরকে Creator Studio এপটা ডাউনলোড করে নিতে হবে ।
তারপর আপনারা এপটা যখন ওপেন করবেন আপনার ফেসবুক এপে লগিন থাকা আইডি দেখাবে । তো আপনার পেইজটা যদি ঐ আইডিতে থাকে তাহলে ঐ আইডি দিয়েই কন্টিনিউ করবেন । আর যদি না থাকে তাহলে Log in to Another Account এ ক্লিক করে অন্য একাউন্টে লগিন করতে পারবেন ।
তো যেমনটা বলেছিলাম আপনারা আপনাদের পেইজ সিলেক্ট করতে পারবেন ।
আমি এখান থেকে তিন নাম্বার পেইজ Tech Help BD সিলেক্ট করে নিচ্ছি
নতুন ভিডিও আপলোড করার সময় কিভাবে থাম্বনেইল দিবেন?
এখন আমি আপনাদেরকে Creator Studio দিয়ে নতুন ভিডিও আপলোড করে থাম্বনেইল দিয়ে দেখাবো আর একটু পর দেখাবো যে কিভাবে পুরনো ভিডিওগুলোতেও থাম্বনেইল দিবেন ।
তো প্রথমেই আপনাদেরকে মার্ক করা অপশনগুলোতে ক্লিক করতে হবে এবং তারপর আপনারা যে ভিডিওটা আপলোড করতে চান ঐটা সিলেক্ট করে নিতে হবে ।
তারপর আপনারা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন দিতে পারবেন
আপনারা নিচে থাম্বনেইল এড করার অপশন পেয়ে যাবেন ঐখান থেকে আপনার ভিডিওতে থাম্বনেইল দিতে পারবেন ।
এখন আসি পুরনো ভিডিওগুলোতে থাম্বনেইল কিভাবে এড করবেন ।
যেভাবে পুরনো ভিডিওগুলোতে থাম্বনেইল এড করবেন
প্রথমে নিচে মার্ক করা অপশনে ক্লিক করুন
তারপর স্ক্রিনশটে দেখানো ফিল্টার আইকনে ক্লিক করে নিচ থেকে Videos অপশনটা সিলেক্ট করুন ।
তারপর আপনারা সবগুলো ভিডিওর লিস্ট পেয়ে যাবেন । তো যে ভিডিও থাম্বনেইল এড করতে চান ঐটা সিলেক্ট করবেন ।
সিলেক্ট করার পর স্ক্রিনশটে মার্ক করার অপশনে ক্লিক করবেন
তারপর নিচে থাম্বনেইল এড করার অপশন পেয়ে যাবেন ঐখান থেকে থাম্বনেইল দিতে পারবেন ।
কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখতে পারেনঃ
Read More:
- মোবাইলে স্ক্রিনশট এবং স্ক্রিনরেকর্ড করার জন্য সেরা একটি এপ [Only 6 MB]
- মেসেঞ্জারে মেসেজ আসে না কেন । মেসেঞ্জারে মেসেজ না আসার সমস্যার সমাধান
- ইউটিউবে ভিডিও ভাইরাল করার উপায়
পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা নিচের সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
Thank you bhai
Welcome bro 💕