Please Enable JavaScript in your Browser to Visit this Site.

Facebook Tips

মেসেঞ্জারে মেসেজ আসে না কেন? মেসেঞ্জারে মেসেজ না আসার সমস্যার সমাধান

মেসেঞ্জারে মেসেজ না আসলে করণীয়

 

আপনারা যখনি মেসেঞ্জারে প্রবেশ করছেন তখনি নিচের ছবিটির মতো দেখাচ্ছে?

মেসেঞ্জারের মেসেজ আসে না?

নেটওয়ার্ক ঠিক থাকার পরও  “Please check your internet connection and try againদেখাচ্ছে?

তাহলে চিন্তার কোন কারণ নেই, এই পোস্টে আমি আপনার সাথে কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি যেগুলো করলে ১০০% এই সমস্যাটার সমাধান হবে কারণ আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম এবং এই টিপস এবং ট্রিকগুলো কাজে লাগিয়ে আমার সমস্যার সমাধান করতে পেরেছিলাম 😊

মেসেঞ্জারে মেসেজ আসছে না
ছবিঃ মেসেঞ্জারে মেসেজ আসছে না

প্রথম সমাধানঃ মেসেঞ্জারে মেসেজ না আসার সমস্যার সমাধান এবং যা যা করণীয়

 

এখন আমি আপনাদের সাথে আমার প্রথম সমাধান শেয়ার করতে যাচ্ছি ।

এটা খুবই বেসিক একটা সমাধান যেটা আমরা যেকোন এপের সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করে থাকি । তবে বলে রাখা ভালো এই সমাধান কিন্তু আমার সমস্যার সমাধান করতে পারেনি তবে আমি তারপরও আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনাদের ক্ষেত্রে কাজ হয়েও যেতে পারে আর যদি না হয় তাহলে আমার দেওয়া ২য় সমাধানটা দেখে নিবেন

আপনার মেসেঞ্জার এপটিকে আনইন্সল করে আবারো ইন্সটল করে দেখুন আপনার সমস্যার সমাধান হয় কিনা 

মেসেঞ্জার এপ
ছবিঃ মেসেঞ্জার এপ

 

দ্বিতীয় সমাধানঃ মেসেঞ্জারে মেসেজ না আসার সমস্যার সমাধান এবং যা যা করণীয়

 

এই সমাধানটা আমার ক্ষেত্রে কাজ করেছিলো এবং আপনারা এপ আনইন্সটল করে ইন্সটল করার পরও যদি সমস্যা থেকে যায় তাহলে এই সমাধানটা আপনার ক্ষেত্রেও ১০০% কাজ করবে । 

কিন্তু তার আগে জেনে রাখা ভালো মেসেঞ্জারে এই সমস্যাটা কেনই বা হচ্ছে?

আসলে এটা ফেসবুক মেসেঞ্জারেরই একটা বাগ কিন্তু এই সমস্যাটা তাদেরই হচ্ছে যারা অনেকগুলো মেসেঞ্জার গ্রুপে এড আছেন । তো আপনারা হয়তোবা এতক্ষণে সমাধানটাও বুঝতে পারছেন?

হ্যা ঠিক ধরেছেন আপনাকে ঐ অপ্রয়োজনীয় সব মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিতে হবে । তাহলেই দেখবেন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে । 

তবে অনেকের কাছেই গ্রুপগুলো প্রয়োজনীয় হতে পারে সেক্ষেত্রে কি করবেন? 

 

  • টেনশন নেওয়ার কারণ নেই গ্রুপগুলো প্রয়োজনীয় হলে আপনারা জাস্ট গ্রুপের মেসেজগুলো ডিলিট করে দিবেন তাহলেও আপনাদের প্রবলেম সল্ভ হয়ে যাবে । তবে এতে কিন্তু পরবর্তিতে আবারো এই সমস্যাটা হতে পারে । পরবর্তিতে এই সমস্যাটা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা মেসেঞ্জারের পুরনো ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন । কিভাবে করবেন সেটা তৃতীয় সমাধানে দেখিয়েছি । 

আপাতত এখন আমি আপনাদেরকে ২য় সমাধান টা দেখাচ্ছি । 

 

এখন আপনিতো মেসেঞ্জারেই প্রবেশ করতেই পারছেন না কিভাবে মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিবেন ?

 

  • প্রথমেই প্লেস্টোর থেকে Facebook Lite অথবা Messenger Lite ডাউনলোড করে নিন । তবে আমার সাজেশন থাকবে আপনি ফেসবুক লাইটই ডাউনলোড করুন ।

Download Facebook Lite From Playstore

facebook lite playstore
ছবিঃ ফেসবুক লাইট

যেভাবে ফেসবুক লাইট ব্যবহার করে মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিবেন

 

প্রথমেই যেই গ্রুপ থেকে লিভ নিতে চাচ্ছেন ঐ গ্রুপের নামে ক্লিক করুন

 

img 60ed5d5682189

তারপর নিচে Leave Group অপশন পাবেন ঐটায় ক্লিক করে লিভ নিতে পারবেন 

img 60ecf01209e19

 

যেভাবে ফেসবুক লাইট ব্যবহার করে মেসেঞ্জার গ্রুপের সব মেসেজ ডিলিট করবেন

প্রথমেই যে গ্রুপের মেসেজ ডিলিট করতে চান ঐ গ্রুপের নামে ক্লিক করেন 

img 60ed5d5682189

 

তারপর একটু নিচে দেখতে পাবেন Delete conversation নামে অপশন আছে । এখান থেকে আপনারা খুব সহজেই পুরো কনভারসেশন ডিলিট করে দিতে পারবেন । 

যেভাবে ফেসবুক লাইট ব্যবহার করে মেসেঞ্জার গ্রুপের সব মেসেজ ডিলিট করবেন
যেভাবে ফেসবুক লাইট ব্যবহার করে মেসেঞ্জার গ্রুপের সব মেসেজ ডিলিট করবেন

 

 

তৃতীয় সমাধানঃ মেসেঞ্জারে মেসেজ না আসার সমস্যার সমাধান এবং যা যা করণীয়

 

যদি উপরের সমাধানগুলো আপনার কাজে না আসে তাহলে এই সমাধানটা আপনার কাজে দিবেই কারণ আমরা এখন মেসেঞ্জারের পুরনো ভার্সন ডাউনলোড করবো আর যেহেতু সমস্যাটা মেসেঞ্জারের নতুন ভার্সনে

সেক্ষেত্রে পুরনো ভার্সনে কোন সমস্যা হবেনা । কারণ পুরনো ভার্সন একদম স্ট্যাবল । তাছাড়া বর্তমানে আমি এই সমাধানটাই ইউজ করছি কারণ দেখা যায় মেসেজ ডিলিট করার কিছু সময় পরে আবারো সেম সমস্যা হয় । তো পার্মানেন্ট সমাধান চাইলে আমি সাজেস্ট করবো এটাই ইউজ করুন । 

 

Download Messenger Old Version

 

বিঃ দ্রঃ ডাউনলোড করার আগে আপনার মোবাইল থাকা মেসেঞ্জার Uninstall করে নিবেন  আর প্লেস্টোর থেকে অটো আপডেট অফ করে নিবেন । না হয় এপ অটোমেটিকলি আপডেট হয়ে গেলে আবারো সেম সমস্যা হবে । 

তারপরও কারো বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ

Read More:

পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন

 

 
❤❤❤ টেক আপডেটগুলো সবার আগে পেতে লাইক করুন [Tech Help BD] ফেসবুক পেইজ ❤❤❤
 ❤❤❤ টেক রিলেটেড যেকোন হেল্পের জন্য পোস্ট করতে পারেন [Tech Help BD] ফেসবুক গ্রুপে ❤❤❤
 

 

 
Copy Post Link:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by whitelisting our website.