যেকোন অ্যাপে সমস্যা হলে সমাধান করার উপায় । সকল এপের সমস্যার সমাধান এক পোস্টেই!
যেকোন এপে সমস্যা দেখা দিলে যা যা করনীয়
আমরা প্রতিনিয়ত মোবাইলে অ্যাপস ইউজ করতে গিয়ে মাঝেমধ্যেই কিছু সমস্যা ফেস করি । হয়তো অ্যাপসের ভেতরের কোন ফাংশন কাজ করেনা আবার দেখা যায় অ্যাপের ভেতরের কোন অপশন এখন আর পাচ্ছেন না । সেক্ষেত্রে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের পোস্টে বিস্তারিতভাবে লিখতে যাচ্ছি ।
Table of Contents
যেকোন অ্যাপে কোন বাগ/ সমস্যা দেখা দিলে যা যা করনীয়!
১। অ্যাপের ডাটা ক্লিয়ার করা / আপডেট দেয়া / পুনরায় ডাউনলোড করে ইন্সটল করা
[বিঃ দ্রঃ] এক্ষেত্রে আপনার ঐ অ্যাপে লগিন করা একাউন্ট গুলোর ডাটা ক্লিয়ার হয়ে যাবে এজন্য পুনরায় লগিন করতে হবে
অ্যাপটিকে প্লেস্টোর থেকে আনইন্সটল করে আবারো ইন্সটল করতে পারেন এতেও অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায় ।
২। অ্যাপটির পুরনো ভার্সন ডাউনলোড করে ব্যাবহার করা
আপনার বর্তমান অ্যাপটির ভার্সন কিভাবে চেক করবেন?
(উদাহরণ হিসেবে আমি ফেসবুকের ভার্সন চেক করে দেখাচ্ছি)
প্রথমে অ্যাপের উপর ক্লিক করে ধরে App info তে যান
তারপর একটু নিচে গেলেই ভার্সন দেখতে পারবেন
কিভাবে অ্যাপের পুরনো ভার্সনে ফিরে যাবেন?
(উদাহরণ হিসেবে আমি ফেসবুকের ওল্ড ভার্সন ডাউনলোড করার পদ্ধতি দেখাচ্ছি)
প্রথমে google.com এ যাবেন তারপর ঐখানে Facebook old version অথবা facebook all version লিখে সার্চ দিবেন ( অন্য অ্যাপের ক্ষেত্রেও সেম কাজই)
Facebook old version অথবা facebook all version লিখে সার্চ দিলে ফেসবুকের পুরনো ভার্সনের লিস্ট পেয়ে যাবেন । পরবর্তিতে আপনার বর্তমান অ্যাপের ভার্সন চেক করে ঐখান থেকে আপনার বর্তমান ভার্সনের পুরনো ভার্সন ডাউনলোড করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে । কারণ পুরনো ভার্সনে কোন সমস্যা থাকেনা ।
নিচের ছবিতে দেখতে পারছেন Facebook 326.0.0.34.120 (285217161) এবং Facebook 325.0.0.36.170 (285022375) দেখাচ্ছে এই সংখ্যাটাই কিন্তু ভার্সন । এখন দেখেন ৩২৫ বড় নাকি ৩২৬?
অব্যশই ৩২৬, সেক্ষেত্রে এটাই লেটেস্ট ভার্সন আর ৩২৫ হলো পুরনো ভার্সনটা । আপনাকে পুরো নাম্বার দেখতে হবেনা । প্রথমদিকের কিছু ডিজিট দেখলেই বুঝতে পারবেন । এরকমভাবে আরো অনেক ভার্সন আছে যেটা ইচ্ছা ডাউনলোড করতে পারেন ।
তাছাড়া কবে আপডেট দিছে সেই ডেট ও কিন্তু দেয়া আছে । একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্রথম ভার্সনে দেয়া আছে Updated: July 10, 2021 । এভাবেই পুরনো ভার্সন চিনতে পারবেন ।
কিভাবে যেকোন অ্যাপের অটো আপডেট অফ করবেন?
তবে শুধু পুরনো ভার্সন ডাউনলোড করলেই হবেনা পুরনো ভার্সন ডাউনলোড করার পর অটো আপডেট অফ করে দিতে হবে তা না হয় অ্যাপ অটো আপডেট হয়ে নতুন ভার্সনে আবারো চলে যাবে । তো এজন্য আমাদেরকে অটো আপডেট অফ করতে হবে ।
অফ করার জন্য প্লেস্টোর গিয়ে Settings > Network Preferences > Don’t auto update apps সিলেক্ট করতে হবে ।
না বুঝতে পারলে নিচের ভিডিওটি দেখে নিন ।
ভিডিওতে আমি মেসেঞ্জারের অটো আপডেট অফ করে দেখিয়েছি আপনারা এভাবে যেকোন অ্যাপের অটো আপডেট অফ করতে পারবেন ।
Read More:
- মোবাইলের যেকোন অ্যাপ সম্পূর্ণরূপে জাঙ্ক ফাইলসহ ডিলিট করবেন যেভাবে
- মোবাইলে স্ক্রিনশট এবং স্ক্রিনরেকর্ড করার জন্য সেরা একটি এপ [Only 6 MB]
পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি এখনো কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন