Please Enable JavaScript in your Browser to Visit this Site.

OffersTech News

বিকাশে ক্যাশ আউট চার্জ ১৮ টাকা থেকে করে নিন মাত্র ১২.৫০ টাকা (শর্ত প্রযোজ্য)

বিকাশে ক্যাশ আউট চার্জ মাত্র ১২.৫০ টাকা (শর্ত প্রযোজ্য)

কি মনে করছেন বিকাশ কি ক্যাশ চার্জ কমাইছে , না ।
কিন্তু আপনার যদি যেকোনো ব্যাংক এর ভিসা ডেবিট কার্ড থাকে তাহলে ১২.৫০ এ ক্যাশ আউট করতে পারবেন।

চলুন বিস্তারিত জেনে নিই,

আপনি বিকাশ ব্যবহার করে বাংলাদেশের যেকোনো ব্যাংকের ইস্যু করা ভিসা ডেবিট কার্ডে ট্র্যান্সফার মানি করতে পারবেন। শুধুমাত্র ভিসা ডেবিট কার্ডেই ট্র্যান্সফার মানি করা যাবে এবং এর জন্য ভিসা কার্ড সেভ করা প্রয়োজন নেই। আর কার্ড থেকে এটিএম বুথ থেকে ফ্রী তেই টাকা তুলতে পারবেন।

Charge:

৫০-২৫,০০১ টাকা পর্যন্ত ১.২৫%
২৫,০০১ টাকা থেকে এর উপরে ১.৪৯%

লিমিটঃ

আপনি বিকাশ বিকাশ ব্যবহার করে ভিসা ডেবিট কার্ডে ট্র্যান্সফার মানি করতে পারবেন সর্বোচ্চ সংখ্যক লেনদেন দিনেঃ ৫০টি, মাসেঃ ১০০টি, প্রতি লেনদেনে সর্বনিম্নঃ ৫০ টাকা এবং সর্বোচ্চ একটি লেনদেনেঃ ৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ দিনেঃ ৫০,০০০ টাকা এবং মাসেঃ ৩০০,০০০ টাকা ।

ট্রান্সফার পদ্ধতিঃ

প্রথমে বিকাশ অ্যাপ এ প্রবেশ করে, ট্রানফার মানিতে ক্লিক করুন ;

IMG 20220908 093540

এখানে নতুন একটা অপশন পাবেন , কার্ড এ  ক্লিক করুন;
IMG 20220908 093621

তারপর ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করুন;

IMG 20220908 093647

এখানে আপনার ভিসা ডেবিট কার্ডের ১৬ সংখ্যার নাম্বারটি বসান ;

Screenshot 2022 09 08 09 37 03 866 com.bKash .customerapp

এমাউন্ট ও পিন দিয়ে ট্রানফার মানি নিশ্চিত করুন;

IMG 20220908 093746

ট্রানফার মানি করার সাথে সাথেই আপনার ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে;

Screenshot 2022 09 08 09 38 02 028 com.bKash .customerapp

 

এখন আপনি আপনার ব্যাংক এর এটিএম বুথ  থেকে টাকা কোনো চার্জ ছাড়াই তুলতে পারবেন ।
আমি এখানে ইসলামি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করেছি।

bKASH

আরট্টিকেল টি কেমন লাগলো অবশ্যই জানাবেন 🙂

Md Ibrahim Hossain

Copy Post Link:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by whitelisting our website.