Please Enable JavaScript in your Browser to Visit this Site.

Telegram Tips

এবার টেলিগ্রাম গ্রুপে এডমিন ছাড়া কেউ অপ্রয়োজনীয় লিংক শেয়ার করলেই লিংক Automatically রিমুভ হয়ে যাবে

Telegram কি?

টেলিগ্রাম একটি জনপ্রিয় এড ফ্রি, সিকিউরড মেসেজিং প্ল্যাটফর্ম যেটা আপনাকে দিবে সর্বোচ্চ স্বাধীনতা। এখানে আপনি অনেক ধরনের বট ইউজ করার মাধ্যমে আপনার গ্রুপ আর চ্যানেলকে মন মতো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার অনেক কাজ সহজ করে নিতে পারবেন। এমনকি নিজে বট বানিয়েও সেটা পাবলিশ করতে পারবেন। অথচ মেসেঞ্জারের জন্য বট বানালে ফেসবুক আইডিই ডিজেবল করে দেয়

এডমিন ছাড়া কেউ অপ্রয়োজনীয় লিংক শেয়ার করলেই লিংক Automatically রিমুভ করবেন যেভাবে

অনেক সময় আমাদের টেলগ্রাম গ্রুপে দেখা যায় অনেকে জয়েনই হয় শুধুমাত্র লিংক স্প্যাম করার জন্য অথবা তাদের ইউটিউব চ্যানেল প্রোমোটের জন্য।

As an admin, আপনি হয়তো সবসময় গ্রুপে একটিভ থাকেন না আর সেই সুযোগেই তারা এসব করে আর বারবার এসব লিংক ম্যানুয়ালি রিমুভ করতে গেলেও মূল্যবান সময় নষ্ট হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি প্রয়োজনীয় লিংক ছাড়া যখন কেউ অপ্রয়োজনীয় লিংক শেয়ার দিবে শুধুমাত্র ঐগুলো অটোম্যাটিকলি বট দিয়ে রিমুভ করাবেন

আমাদের টেলিগ্রাম গ্রুপে শুধুমাত্র TechHelpBD.com এর লিংক ছাড়া অন্য কোন লিংক শেয়ার করলে যাতে সেটা রিমুভ করে দেয় ঐরকমভাবে বট দিয়ে সেটাপ করা আছে। যার ফলে এখন কেউ চাইলেও আর আমার একটিভ না থাকার সুযোগ নিতে পারেনা 😉

তবে এডমিনরা চাইলে যেকোন লিংকই পাঠাতে পারবেন

প্রয়োজনীয় টেলিগ্রাম বট

এ কাজটা করার জন্য আপনাদের গ্রুপে Rose টেলিগ্রাম বটটাকে আপনাদের গ্রুপে এডমিন হিসেবে এড করে নিতে হবে। আর আপনাকেও অবশ্যই গ্রুপ এডমিন হওয়া লাগবে না হয় আপনি এড করতে পারবেন না।

আর এই বটটা অনেক কাজের, গ্রুপে নতুন মেম্বার জয়েন হলে তাদের Welcome করা, অপ্রয়োজনীয় লিংক রিমুভ করা, গ্রুপের মেম্বার মিউট-ব্যান করা সহ আরো অনেক কাজ এটা দিতে করতে পারবেন।

বট সম্পর্কে বিস্তারিত জানতে Rose বটকে /help লিখে মেসেজ দিলে সব কমান্ড + তাদের কাজ জানতে পারবেন

img 615da2574b5a8

যেভাবে Rose বটকে টেলিগ্রাম গ্রুপে এড করবেন

প্রথমেই টেলিগ্রামে গিয়ে আপনার গ্রুপের নামে ক্লিক করুন তারপর 🖊 এই আইকনটিকে ক্লিক করুন

img 6153f29484882

তারপর Administrators এ ক্লিক করুন

img 6153f39558a00

তারপর Add Admin বাটনে ক্লিক করে আমার মতো Rose বটকে এডমিন হিসেবে এড করুন।

@MissRose_bot লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন

img 6153f45ea4ce0

আর এড করার সময় কিছু Permission চাইবে, সবগুলোই ঠিক আছে। শুধুমাত্র Change Group info পারমিশন দেয়া থাকবে ঐটা নাও দিতে পারেন। ঐটার দরকার নাই।

img 6153f55427bda

অখে Rose বটকে তো এড করে ফেললাম এবার কেউ যদি লিংক পাঠায় সেটা জাস্ট রিমুভ করার জন্য সেটাপ করতে হবে

যেভাবে Rose বটকে লিংক রিমুভ করার জন্য বলবেন…

1. নিচের Command টি কপি করে নেন

2. তারপর আপনার টেলিগ্রাম গ্রুপে চলে যান এবং এটা গ্রুপে মেসেজ করেন

img 615da2d74f94f

Congratulations! এবার এডমিন ছাড়া কেউ যদি লিংক পাঠায় সেটা Miss Rose সাথে সাথে রিমুভ দিবে 😎

যেভাবে প্রয়োজনীয় লিংকগুলো Whitelist করবেন

আপনার নিজস্ব ওয়েবসাইট বা এমন কোন লিংক থাকতে পারে যেটা হয়তো আপনি চাচ্ছেন আপনার গ্রুপ মেম্বাররাও পাঠাতে পারে। Well, এটাও আপনারা করতে পারবেন Rose বট দিয়েই।

  1. নিচের command কপি করে নিন

2. তারপর আপনার গ্রুপে পাঠিয়ে দিন

img 615da4b793589

[বিঃ দ্রঃ] অবশ্যই techhelpbd.com এর জায়গায় আপনি যে লিংক whitelist করতে চান ঐটা দিবেন

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে নক দিতে পারেন

 

Copy Post Link:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by whitelisting our website.