Instagram Connected থাকার কারণে ফেসবুক একাউন্ট Suspend হচ্ছে❗ কি করবেন এখন?
Recently ফেসবুক অনেকেরই ফেসবুক আইডি Suspend করে দিচ্ছে শুধুমাত্র তাদের ফেসবুক একাউন্টের সাথে Instagram একাউন্ট Linked থাকার জন্য
নিচের ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন,
Your account was suspended because your linked
Instagram account mdemransarker doesn’t follow
our rules.
Log into your linked Instagram account to appeal
our decision.
ফেসবুক একাউন্ট recover করার জন্যও কিন্তু Instagram এ লগিন করে instagram একাউন্ট রিকভার করতে বলছে
তার মানে যদি আপনি Instagram একাউন্ট রিকভার না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক একাউন্টটিও আর রিকভার করা সম্ভব হবেনা
আর আমাদের Maximum পাব্লিকেরই Instagram একাউন্ট Login with Facebook দিয়ে খোলা হয়ে থাকে যার ফলে যেহেতু ফেসবুকই অলরেডি ডিজেবল তারা instagram এও লগিন করতে পারবেনা
বুঝতে পারলেন কতটা ভয়ংকর অবস্থা?
এখন এই অবস্থায় না পড়তে চাইলে ফেসবুক একাউন্টের সাথে Linked থাকা Instagram একাউন্ট কে রিমুভ করতে
যেভাবে ফেসবুক একাউন্টের সাথে Linked থাকা Instagram একাউন্টকে রিমুভ করবেন
(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)
একাজটা করার জন্য আপনারা অবশ্যই ফেসবুকের অফিশিয়াল অ্যাপ ব্যবহার করবেন, Facebook Lite না।
১। Settings এ চলে যান
২। তারপর Accounts Center
৩। তারপর Accounts
৪। তারপর এখান থেকে Remove বাটনে ক্লিক করুন
⚠ সতর্কতাঃ আপনার instagram account যদি Login with Facebook মেথডে create করে থাকেন তাহলে চেক করে নিবেন ঐ আইডিতে email এড করা আছে কিনা, না থাকলে এড করে নিবেন। না হয় instagram এ লগিন করবেন কি দিয়ে?
যেভাবে চেক করবেনঃ settings > personal details > contact info এখান থেকে মেইলের উপর ক্লিক করলেই দেখতে পারবেন যে এটা আপনার instagram account এর সাথে কানেক্টেড আছে কিনা
না বুঝলে নিচে তো ভিডিও আছেই দেখে নিতে পারেন
৫। তারপর Remove Account
৬। তারপর Continue
৭। এবং yes, remove techhelpbdd