Please Enable JavaScript in your Browser to Visit this Site.

Tech News

Bing AI চ্যাটবট দিয়ে এখন থেকে ফ্রিতেই Midjourney AI এর মতো ছবি Generate করুন

Bing Image Creator AI কি?

বিং ইমেজ ক্রিয়েটর হলো একটি AI Service যা মাইক্রোসফট দ্বারা পরিচালিত হয়। এটি আপনার imagination কে কাজে লাগিয়ে খুব কম সময়েই DALL-E এর সাহায্যে image generate করে দিবে অনেকটা MidJourney AI এর মতো।

MidJourney VS Bing Image Creator

Bing Image Creator: Bing image creator দিয়ে আপনি ফ্রিতে Unlimited Image Generate করতে পারবেন

MidJourney:  MidJourney দিয়ে প্রতি মাসে মাত্র ৫ টি image generate করতে পারবেন।

যেভাবে Bing AI দিয়ে Image Generate করবেন

 

Bing Image Creator কে Bing chat এ integrate করা হয়েছে
তো যারা Bing preview তে জয়েন করেছেন খুব শীঘ্রই Bing Search Engine এর Chat অপশন থেকেই Chatbot এর মাধ্যমে image generate করবেন পারবেন

 

img 6419ef74262c7

কিন্তু Maximum মানুষই Bing Preview তে জয়েন করে নাই আর জয়েন করলেও এখনো অনেকেই পায় নাই সেই চিন্তা থেকেই Bing তাদের ফিচারটি টেস্ট করার জন্য নিয়ে আসলো bing.com/create যেখান থেকে আপনি চাইলে Midjourney এর মতো bing এর image generator টি ইউজ করতে পারবেন।

Bing Image Creator দিয়ে ছবি তৈরি করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে আপনাকে bing.com/create সাইটটি ভিজিট করতে হবে।
  2. এখন ছবির “Join & Create” বাটনটি ক্লিক করুন।

    img 6419e58fa80fa

  3. তারপর আপনি আপনার imagination কে কাজে লাগিয়েই আমার মতো এমন সব চমৎকার ছবি Generate করতে পারবেন

img 6419e6c4bdba2

এটি খুবই সহজ প্রক্রিয়া এবং আপনি এর মাধ্যমে খুব সহজে একটি কাস্টমাইজড ছবি তৈরি করতে পারেন।

বিঃ দ্রঃ কিছু কিছু word আছে যেগুলো ইউজ করে আপনি image generate করতে পারবেন না।

  • যেমন – “chatGPT”, “adult”, “nudity”, “pornography”, “violence” ইত্যাদি।

Here is some image Generated By Bing AI:

571d11b4 8303 4efd a221 5418f68fa0be 2a404d2c 3067 4140 ba4b 32426244887e

তো এই ছিলো আজকের পোস্টে দেখলেনই তো এখন Chatbot দিয়েই কিন্তু image generate করে নেওয়া যাচ্ছে, in future এ ChatGPT, Bing, Google Search (Google Bard AI) এই সবজায়গায় ই এই সুবিধা গুলো পাবেন আশা করি।
টেকনোলজিকে ভালোবাসুন, টেকনোলজির সাথে নিজেকে আপডেটের রাখুন।

দেখা হবে পরবর্তী কোন পোস্টে

আল্লাহ হাফেজ

Copy Post Link:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by whitelisting our website.