
মোবাইলের পর এবার পিসিতে ভিডিও ডাউনলোড করার ফিচারটি টেস্ট করছে ইউটিউব
YouTube is testing the offline download feature for desktop users
Table of Contents
ভিডিও ডাউনলোড করার ফিচারটি টেস্ট করছে ইউটিউব
অফলাইনে দেখার জন্য অবৈধভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করার দিনগুলি শীঘ্রই ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য অতীতের বিষয় হয়ে উঠতে পারে। কারণ ইউটিউব ডেস্কটপ ইউজারদের অফলাইনে ভিডিও দেখার জন্য ডাউনলোড করার ফিচারটি টেস্ট করছে। এই টেস্ট ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।
কারা কারা এখন ডাউনলোড করার অপশনটি পাবেন
Android Police এর রিপোর্ট অনুযায়ী ভারতে, ফ্রান্সে ইউটিউব প্রিমিয়াম Subscription যাদের আছে তাদের এই ফিচারটি পেতে দেখা গিয়েছে এবং তাছাড়া অন্যান্য দেশেও এই ফিচারটি অনেকে পাচ্ছে । তো বুঝা যাচ্ছে যাদের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে তারা এই ফিচারটি পাবেন
তাই আপনিও ট্রাই করে দেখতে পারেন পেয়েও যেতে পারেন
কিভাবে আপনিও এই ফিচারটি টেস্ট করবেন
- প্রথমেই চলে যান youtube.com/new এই লিংকে
- তারপর আপনি যদি Download Videos from your browser অপশনটির নিচে Try it out অপশনটি দেখতে পান তার মানে আপনি এই ফিচারটি টেস্ট করতে পারবেন
3. আর যদি Try it out অপশনটি না আসে তার মানে এই ফিচারটি আপনি পাবেন না। যদি আপনার youtube premium subscription নেয়া থাকে চাইলে india or france সার্ভার NordVpn এর মতো প্রিমিয়াম ভিপিএন দিয়ে কানেক্ট করে ট্রাই করতে পারেন। কারণ বাংলাদেশে ইউটিউব প্রিমিয়াম Supported না
- NordVpn Tutorial for Android users=> NordVpn প্রিমিয়াম একদম ফ্রিতেই ইউজ করবেন যেভাবে(Only For Android Users🔥)
- NordVpn Tutorial For PC Users=> পিসিতে NordVpn প্রিমিয়াম একদম ফ্রিতেই ইউজ করবেন যেভাবে
ডেস্কটপে ডাউনলোড করা ভিডিও শুধুমাত্র ব্রাউজারে দেখা যাবে
যদিও ভিডিওগুলি অফলাইনে দেখার জন্য ডাউনলোড করা যেতে পারে কিন্তু সেগুলো VLC Media Player বা এরকম কোন প্লেয়ার দিয়ে দেখা যাবেনা।
ডাউনলোড করা ভিডিওগুলো শুধুমাত্র আপনার ব্রাউজারের মাধ্যমে youtube.com/feed/downloads এ গিয়ে অফলাইনে দেখা যাবে। অনেকটা ইউটিউব এপের মতো । নিচের স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন
Read More:
- Make Windows 10 Taskbar Like Windows 11 – উইন্ডোজ ১১ এর মতো উইন্ডোজ ১০ এর টাস্কবার করে ফেলুন!
-
Add Mechanical Keyboard’s Sound in Your Normal Keyboard in 2 Minutes! | Mechanical Keyboard Sound
-
কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল
টেক রিলেটেড আপডেটগুলো সবার আগে পেতে নিচ থেকে আমাদের Social মিডিয়াগুলোতে যুক্ত হন