মেসেঞ্জার Word Effects ফিচার
২০১১ সালের ৯ই আগস্ট ফেসবুক নিয়ে আসে তাদের ম্যাসেজিং প্লাটফর্ম মেসেঞ্জার। সম্প্রতি মেসেঞ্জারের ১০ বছর পূর্ন হল। আর সেই উপলক্ষে মেসেঞ্জার নিয়ে এলো একটি নতুন ফিচার। যার নাম “Word Effects” । Android এবং iOS অপারেটিং সিস্টেমে মেসেঞ্জার ব্যবহারকারীরা নতুন এই ফিচারটি ব্যবহার করতে পারবে।
“Word Effects” ফিচারে ফেসবুক ইউজার নির্দিষ্ট কোন শব্দ বা বাক্যের সাথে নির্দিষ্ট কোন Emoji সেট করে দিতে পারবেন। পরবর্তীতে যখনই ঐ সেট করে রাখা Word বা বাক্যটি ম্যাসেজ পাঠাবে তখন শব্দ বা বাক্যের সাথে সেট করে রাখা ইমুজিটি অটোমেটিকভাবে স্কিনের নিচ থেকে উপরের দিকে সুন্দর ইফেক্টে প্রদর্শন হবে এবং সেটি আপনিসহ আপনার যে বন্ধুকে মেসেজ পাঠাবেন সেও দেখতে পারবে। তাছাড়া এই মেসেজ যদি আপনার বন্ধুও পাঠায় সে এবং আপনি দুইজনই এই ইফেক্ট দেখতে পারবেন
যেভাবে ব্যবহার করবেন “Word Effects” ফিচার
- প্রথমে আপনার মেসেঞ্জারটি যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নিন
2. তারপর মেসেঞ্জার থেকে যে Conversation এর জন্য ইফেক্ট সেট করবেন সেটি ওপেন করে ⓘ বাটনে ক্লিক করুন
3. এবার “Word Effects” অপশনটিতে ক্লিক করুন
4. ইমোজির আইকনে ক্লিক করে আপনার পছন্দের ইমোজি এবং টাইপ অপশনে ক্লিক করে নির্দিষ্ট কোন শব্দ বা বাক্য টাইপ করে সেট করুন
5. এবার টাইপ করে সেট করা শব্দ বা বাক্যটি ম্যাসেজ পাঠালেই সেট করা ইমোজিটির “Word Effects” দেখতে পাবেন আপনি এবং আপনার বন্ধু
আর বলে রাখা ভালো এখানে যে ওয়ার্ডগুলো আপনি সেট করবেন সেগুলো case sensitive না, তার মানে আপনি যদি Good Morning সেট কর good morning বা GOoD MorNiNG লিখেও পাঠান তাও কিন্তু এই Word Effect কাজ করবে। এটা জোস করেছে না হয় Capital আর small লেটারের জন্য বারবার সেট করতে হতো
6.সেট করে রাখা “Word Effects” মুছে ফেলতে “Word Effects” অপশনে গিয়ে যে Word Effect টি মুছে ফেলতে চান তার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখলেই “Remove” অপশন দেখতে পাবেন
আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা নিচ থেকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো যোগাযোগ করতে পারেন