ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা | Messenger New Feature
আমার মতো ইন্ট্রোভার্টদের জন্য কাজের একটা ফিচার নিয়ে আসলো ফেসবুক
এবার মেসেজ সিন করলেও কেউ বুঝবে না
তো চলুন দেখে নেওয়া যাক, কীভাবে এই ফিচারটি ইউজ করবেন
Table of Contents
যেভাবে ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা
(Watch the video tutorial for better understanding)
1. প্রথমেই Messenger App open করুন এবং menu বাটনে ক্লিক করুন
2. তারপর settings বাটনে ক্লিক করুন
3. তারপর Privacy and Safety অপশনে ক্লিক করুন
4. তারপর Read receipts বাটনে ক্লিক করুন
5. এখানে by default Read Receipts অপশনটি অন থাকবে
6. আপনি অফ করে নিবেন
এবার যখন আপনি কারো মেসেজ পড়বেন সে বুঝতে পারবে না বা আপনি যে seen করেছেন তা দেখাবে না
কিন্তু এখানেই শেষ না একটা সমস্যা থেকেই যাচ্ছে আপনার ম্যাসেজ কেউ Seen করলো কিনা তাও কিন্তু আপনি বুঝতে পারবেন না
অনেকেরই Special Person থাকে যাদের মান অভিমান বুঝতে কখন Seen করলো তা দেখা প্রয়োজন সেক্ষেত্রে আপনি ঐ individual person এর ক্ষেত্রেও আলাদা Settings করে রাখতে পারেন
এতে করে শুধুমাত্র যাদের ক্ষেত্রে এই Settings করা থাকবে, তাদের মেসেজ সিন করলে তারা বুঝতে পারবে এবং তারাও যখন আপনার মেসেজ Seen করবে আপনিও সেটা দেখতে পারবেন
যেভাবে Special Person এর ক্ষেত্রে আলাদা Settings করবেন
1. প্রথমেই ℹ️ বাটনে ক্লিক করুন
2. তারপর একটু নিচে গেলে Read Receipts option পাবেন এটায় ক্লিক করুন
3. তারপর এই Show read reciepts অপশনটা অফ থাকবে এটা অন করে নিবেন
ব্যাস, এবার Special Person এর মান অভিমানও বুঝতে পারবেন
Video Tutorial