গুগল তো চাইলেই 1.65 বিলিয়ন ডলার খরচ না করে আরো অনেক কম খরচেই ইউটিউবের মতো সাইট বানাতে পারতো কিন্তু বানায় নি কেন?
আসলে এটা অনেক বড় বিজনেস প্ল্যান ছিলো, প্ল্যানটা বুঝতে হলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে ।
Table of Contents
প্রথমেই আপনাকে ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে আইডিয়া নিতে হবে
বাংলাদেশে কিন্তু কনডেন্সড মিল্ক বা গাড় দুধ শব্দটা খুব কম ব্যবহার হয়ে থাকে। সবাই কিন্তু ড্যানিশ নামেই ডাকে গাড় দুধটাকে। যদিও ড্যানিশ শুধুমাত্র একটা ব্র্যান্ডের নাম কিন্তু দেখেন এটা এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে গাড় দুধ বা ঘন দুধ এই শব্দগুলোকে গায়েব করে দিয়েছে ।
আরো একটা ব্র্যান্ড ভ্যালুর উদাহরণ
পেট্রলিয়াম জেলী উচ্চারনের থেকে ভেজলিন বলে সবাই । যদিও ভেজলিন একটা ব্রান্ডের নাম । কারন কি! কারন হচ্ছে এটা মার্কেটে প্রথম ঢুকেছে এবং মানুষ এই ব্রান্ডের নামটাই মাথায় গেথে নিয়েছে ।
আরো একটা সুন্দর উদাহরন দেই, ফেসবুক না কিনে ফেসবুকের মত আরেকটা সাইট খুলেছিলো গুগল । ফলাফল? গুগল প্লাস এখন কিন্তু গায়েব হয়ে গিয়েছে ।
মানুষের মাথায় ফেসবুক গেথে গেছে, হুবহু একই কন্সেপ্ট মানুষ ২য় টা মানুষ খাবে না, খায় নাই। তাই গত বছর গুগলের সোশ্যাল মিডিয়া সাইট গুগল প্লাস বন্ধ করে দেয়া হয়েছে ।
এবার আসি গুগল ইউটিউবকে কেন কিনেছিলো
২০০৫ সালে, যখন ইউটিউব শুরু হয়! এর জনপ্রিয়তা হুরমুরিয়ে বাড়তে থাকে। মার্কেটে ইউটিউবের জনপ্রিয়তাকে পুজি করে মার্কেটিং করলে বেশি ফলাফল পাওয়া যাবে। আর নতুন একটা সাইট খুলে সেটাকে মার্কেটিং করে ইউটিউবের কাছে নিতে গেলেও প্রচুর টাকা ঢালতে হবে।
নতুন কম্পানীর জন্য নতুন টিম দরকার, মার্কেটে স্থায়ী ও অভিজ্ঞ হতে সময় লাগবে, কিন্তু ইউটিউবে যারা কাজ করছেন, তারা মার্কেটে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে।
আবার ইউটিউব তখন প্রচুর ভিজিটর আর ভিডিও আপলোডের জন্য হোস্টিং সমস্যায় ভুগতেছিলো। যদি ইউটিউব অন্য কোন কম্পানীর হাতে যায়, তবে গুগলের নতুন ওয়েবসাইট, ইউটিউবের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে।
যদি ইউটিউবকে না কিনতো মার্কেটে কম্পিটিটর থাকত। গুগল তাদের কোনো প্রতিদ্বন্দী রাখতে চায় না। প্রয়োজনে বেশি টাকা দিয়ে কিনে নিবে।
এই সকল দিক বিবেচনায় তারা নতুন সাইট তৈরি করেনি।
এবার ভেবে দেখুন সে রকম কোনো সাইট তৈরী করলে ঐ সময় চলতো কি না?
TikTok এই অ্যাপের নাম তো সবাই শুনেছেন। TikTok শুধুমাত্র একটাই অ্যাপ না যেখানে শর্ট ভিডিও শেয়ার করা যায়,এই রকম বহু অ্যাপ আছে এখন কিন্তু সবকি TikTok এর মত ফেমাস?
সেই সময় ভালো রকম গ্রোও হয়েছিল ইউটিউব তাই শুধু শুধু কম্পিটিশন না করে গুগল সেটাকে কিনে নেয়।
Read More: