কোন প্রকার বাড়তি অ্যাপ ছাড়া মেসেঞ্জার দিয়েই বন্ধুর সাথে মোবাইল অথবা পিসির স্ক্রিন শেয়ার করুন
এক ফোন থেকে আরেক ফোনে স্ক্রিন শেয়ার করা যায় কিভাবে
আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিন অন্য কোন মোবাইলের অথবা কোন কম্পিউটারে ভয়েজ সহ শেয়ার করতে চান তাহলে আপনাকে আর বাড়তি কোন এপ ডাউনলোড করতে হবেনা। আপনি আপনার মোবাইলে থাকা মেসেঞ্জার এপ দিয়েই আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন তাও আপনার ভয়েস সহ ।
[বিঃ দ্রঃ] এটা মেসেঞ্জারের কোন নিউ ফিচার না অনেক আগে থেকেই আছে এই ফিচার । তারপরও দেখা যায় আমরা অনেকে জানিনা বা জেনেও ইউজ করতে ভুলে যাই তাদের জন্যই আজকের এই পোস্ট ।
মেসেঞ্জার দিয়ে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
প্রথমে যার সাথে আপনার স্ক্রিন শেয়ার করতে চান তাকে মেসেঞ্জার থেকে কল দিন
তারপর, একটু নিচের দিকে স্ক্রল করলেই Share your screen অপশনটা দেখতে পারবেন ।
ঐটায় ক্লিক করলে Start Now পপআপ আসবে ঐটায় ক্লিক করলেই স্ক্রিন শেয়ার শুরু হবে আবার আপনি যদি স্ক্রিনশেয়ার অফ করতে চান তাহলে Stop Sharing বাটন পাবেন ঐখানে ঐটায় ক্লিক করলেই স্ক্রিন শেয়ারিং অফ হয়ে যাবে ।
সেমভাবে আপনারা কম্পিউটারের স্ক্রিনও শেয়ার করতে পারবেন ।
তো এরপর থেকে মোবাইলে অথবা পিসিতে কোন সমস্যা হলে এভাবেই স্ক্রিন শেয়ার করে আপনার ফ্রেন্ড থেকে হেল্প নিতে পারবেন 😀
Read More:
- কম্পিউটার ল্যাপটপের সামনে শরীরের কোন ক্ষতি ছাড়াই দীর্ঘ সময় কাটানোর উপায়
-
পিসির যেকোন অ্যাপ সম্পূর্ণরূপে জাঙ্ক ফাইলসহ ডিলিট করবেন যেভাবে