কাইনমাস্টারের Asset Store না আসার সমস্যার সমাধান
Download Kinemaster With Assset Store 2021
Table of Contents
আমি যেভাবে Asset Store সমস্যার সমাধান করেছি
হ্যালো Youtubers, আমি জানি আপনাদের অনেকেরই কাইনমাস্টারের Asset স্টোর আসছে না
আমারো কিন্তু এই Asset Store আসছিলো না। পরে আমি কাইনমাস্টারের 4.13.7.15948.GP ভার্সনটা ডাউনলোড করি। তারপর আমার Asset Store প্রবলেম ফিক্স হয়ে যায়।
যেভাবে Kinemaster 4.13.7.15948.GP ভার্সন ডাউনলোড করবেন
প্রথমেই আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা Kinemaster টি আনইন্সটল করে নিতে হবে (যদি Uninstall না করেন এখনকার Kinemaster টি কাজ নাও করতে পারে)
তারপর নিচের Download Kinemaster with Asset Store বাটনে ক্লিক করে কাইনমাস্টারটি Google Drive থেকে ডাউলোড করে install করে নিন
Download Kinemaster with Asset Store
তারপর নিচের ছবিটির মতো আপনিও Asset Store দেখতে পারবেন আপনার Kinemaster এ
কাইনমাস্টারের Video Layer not supported প্রবলেমের জন্য কিছু সেটিং, আনলিমিটেড ভিডিও লেয়ার যেভাবে ইউজ করবেন
কাইনমাস্টারে এডিটিং করতে গেলে অনেক সময় Video Layer not supported দেখায়, তো কিভাবে আনলিমিটেড video layer করবেন ভিডিওটা থেকে দেখে নিন
কাইনমাস্টারের Export প্রবলেমের সমাধান
এটা যদিও ডিভাইসের উপর ডিপেন্ড করে। ডিভাইস ভালো হলে বা 4k রেজুলেশন সাপোর্ট করলে কিছুই করা লাগেনা।
কিন্তু যদি ডিভাইস 720p রেজুলেশন সাপোর্ট করে চেস্টা করবেন সবগুলো ভিডিও সেইম রেজুলেশনের রাখার তাহলে কোন সমস্যা হবেনা।
The Kinemaster engine failed to initialize প্রবলেম সলভ করবেন যেভাবে
- প্রথমে Kinemaster এর App info তে যান
- তারপর নিচে গেলে দেখতে পাবেন Force Stop একটা অপশন আছে। এটাতে ক্লিক করে Ok করে দিন
- এবার Kinemaster ওপেন করে দেখুন সমস্যাটা আর হবে না। স্বাভাবিক ভাবেই ওপেন করতে পারবেন
- এরপর থেকে যখনই Kinemaster ওপেন করার প্রয়োজন হবে তার আগে Force Stop করে নিবেন। দেখবেন কোন সমস্যা হবে না।তো আশা করি সমাধান পেয়েছেন
পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি এখনো কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা নিচ থেকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যোগাযোগ করতে পারেন