কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল
Raktim Ashraful made the first Bangla voice typing keyboard for computer
Table of Contents
কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড “অক্ষর”
কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড অ্যাপ অক্ষর (Okkhor) তৈরি করলেন রাজশাহীর ছেলে রক্তিম আশরাফুল, যার সাহায্যে আপনি যেকোনো জায়গায় বাংলা ভয়েস টাইপিং করতে পারবেন। কম্পিউটারের যেখানে টাইপ করা প্রয়োজন সেখানে কার্সর রেখে মুখে বললেই টাইপ হয়ে যায় বাংলা অক্ষর।
কে এই রক্তিম আশরাফুল?
রক্তিম আশরাফুল বর্তমানে রাজশাহী পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারে পড়াশোনা করছেন। নিজেকে দক্ষ করেছেন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে এবং এই দক্ষতা ব্যাবহার করে শখের বসে তৈরি করছেন নানা প্রজেক্ট।
যেভাবে অক্ষর এপটি ডাউনলোড করবেন
অক্ষর অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যান এই লিংকে=> https://okkhor.roktimashraful.com/
তারপর Download Now বাটনে ক্লিক করার ৫ সেকেন্ডের মধ্যে এপটি ডাউনলোড হতে শুরু করবে
যেভাবে অক্ষর অ্যাপটি ব্যাবহার করবেন
অক্ষর অ্যাপটি কিভাবে ব্যাবহার করবেন এ বিষয়ে Tech Help BD এর ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ টিউটোরিয়াল দেয়া আছে। নিচ থেকে ভিডিওটি দেখে আপনারা এপটি Perfectly ইউজ করতে পারবেন
অক্ষর এপে কোন সমস্যা হলে যা করবেন
যদি অক্ষর এপে কোন সমস্যা/Bug দেখা দেয় তাহলে Roktim Ashraful ভাইকে ফেসবুকে মেসেজ দিতে পারেন উনি সলভ করে দিবে=> https://www.facebook.com/roktimashraful4
রেগুলার টেক রিলেটেড আপডেট পেতে জয়েন করুন টেক হেল্পের সাথে সোশ্যাল মিডিয়াতে