Table of Contents
পুরোনো মডেলের আইফোনগুলোর গতি কমিয়ে দেয় অ্যাপেল
অ্যাপেল পুরনো মডেলের আইফোনগুলোর গতি কমিয়ে দেয়। ভোক্তাদের কাছে স্পষ্ট না করেই পুরনো আইফোন মডেলগুলো ইচ্ছাকৃতভাবে ধীর করার জন্য অ্যাপলকে ২০২০ সালের ফ্রেব্রুয়ারিতে 25 মিলিয়ন ইউরো (£ 21 মিলিয়ন, $ 27 মিলিয়ন) জরিমানা করেছিলো ফ্রান্সের জালিয়াতি পর্যবেক্ষক সংস্থা DGCCRF ।
কেন পুরোনো মডেলের আইফোনের গতি কমায় অ্যাপল?
পুরনো মডেলের ডিভাইসের গতি কমানোর ব্যাপারে জিজ্ঞেস করায় অ্যাপল জানায়, “মূলত মোবাইলের লাইফস্প্যান দীর্ঘ করতেই তারা এমনটি করে থাকে”।
কিভাবে আপনার পুরনো আইফোনের গতি বাড়াবেন?
মোবাইলের সেটিং থেকে কান্ট্রি চেঞ্জ করে ফ্রান্স করে দিলেই বেড়ে যাচ্ছে আইফোনের গতি
শুরুতেই বলেছিলাম পুরনো মডেলের আইফোনগুলোর গতি কমিয়ে দেওয়ার জন্য ফ্রান্স জরিমানা করেছিলো। এই জরিমানা কিন্তু ফ্রান্স করেছিলো ২০২০ সালে কিন্তু আজকের পোস্টে এটা উল্লেখ করলাম এই মজার টুইস্টের জন্য
জরিমানার ভয়ে মেবি আর ফ্রান্সের লোকেশনে গতি কমাচ্ছে না 😛
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
- অ্যাপল ওয়াচ ব্যবহার করে কোটি টাকা লুট!
- দেশ ও ডিভাইসের ভিত্তিতে প্লে স্টোরের অ্যাপ রেটিং আলাদাভাবে শো করাবে গুগল
-
কম্পিউটার ল্যাপটপের সামনে শরীরের কোন ক্ষতি ছাড়াই দীর্ঘ সময় কাটানোর উপায়